সম্প্রতি হৃতিকা গিরি ও হিরণের বিয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ছড়িয়েছে। বেনারসের ঘাটে জুটিকে সাত পাকে বাঁধা পড়ার মুহূর্ত ধরা পড়েছে, এবং সেই ছবির দ্রুত ভাইরাল হওয়ার পর নেটদুনিয়ায় হইচই শুরু হয়েছে—“এই হৃতিকা গিরি কে?”
জানা গেছে, হৃতিকা গিরি পশ্চিমবঙ্গের মেদিনীপুরের বাসিন্দা। হিরণের স্ত্রী অনিন্দিতার তথ্য অনুযায়ী, হৃতিকার বয়স ২১ বছর। তিনি আইনের শিক্ষার্থী এবং আইনে সাম্মানিক স্নাতক ডিগ্রি অর্জন করেছেন। এর পাশাপাশি, জাতীয় স্তরে যোগব্যায়ামে স্বর্ণপদকও জিতেছেন।
হৃতিকার ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে দেখা যায়, তিনি ২০১৯ ও ২০২২ সালে দুটি সুন্দরী প্রতিযোগিতাতেও সেরা হয়েছেন। এছাড়া, কিছু মিউজিক ভিডিওতে তাকে দেখা গেছে।
অনিন্দিতা জানিয়েছেন, হৃতিকাকে হিরণের ব্যক্তিগত সহকারী হিসাবেই চেনা। টলিউডে গুঞ্জন আছে, হিরণ একজন পরিচিত অভিনেতা এবং হৃতিকার সঙ্গে তার দীর্ঘদিনের সম্পর্ক ছিল।
হিরণের দ্বিতীয় বিয়ের ছবির প্রকাশে অনিন্দিতা বলেন, “আমাদের বিয়ে বয়স ২৫। ডিভোর্স হয়নি। মেয়েও এবং আমাকেও অনেক অত্যাচার সহ্য করতে হয়েছে। আমি কখনও এটি প্রকাশ করি নি, কারণ মেয়ের ক্যারিয়ার নষ্ট হতে পারে। এখন সবাই সব কিছু দেখছে। বলা বাহুল্য, এটি কতটা ন্যায্য নয়—ইনস্টাগ্রাম থেকে বিয়ের ছবি পোস্ট করা হয়েছে, অথচ মেয়ের কোনো ছবি কখনও পোস্ট করা হয়নি। হিরণের আচরণে সত্যিই হতাশ হয়েছি।”




