মামলা থেকে অব্যাহতি পেলেন মেহজাবীন

0
19

হুমকি-ধমকি-ভয় দেখানোর অভিযোগে করা মামলা থেকে অব্যাহতি পেয়েছেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও তার ভাই আলিশান চৌধুরী। সোমবার সকালে ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আদনান জুলফিকার শুনানি শেষে মামলা থেকে অব্যাহতির এই আদেশ দেন।

মামলার বিষয়ে মেহজাবীন ও আলিসানের জবাব দাখিলের জন্য সোমবার (১২ জানুয়ারি) দিন ধার্য ছিল। জবাব দাখিলের পর শুনানি শেষে তাদের মামলা থেকে অব্যাহতির আদেশ দেন আদালত। এ তথ্য নিশ্চিত করেছেন আসামিপক্ষের আইনজীবী তুহিন হাওলাদার।

জানা যায়, বাদী তার ঠিকানা নিয়ে মিথ্যাচার করেছেন।  তিনি নিজের ঠিকানায় থানা ‘ফেনী সদর’ আর জেলা ঢাকা দেখিয়েছেন। কিন্তু ঢাকা জেলায় ‘ফেনী সদর’ নামের কোনো থানা নাই। এছাড়া তিনি যে মোবাইল নম্বরটি উল্লেখ করেছেন সেটি ১২ সংখ্যার ভুল মোবাইল নম্বর, যেটি অকার্যকর। একইসঙ্গে বাদী তার আর্জিতে বিবাদির ঠিকানা উল্লেখ করেছেন সেটিও অস্পষ্ট। মামলায় একজন স্বাক্ষীর নাম উল্লেখ করা হয়েছে, যার কোনো পূর্ণাঙ্গ ঠিকানা নেই।

শুনানিতে নিজের অভিযোগের পক্ষে কোনো প্রমাণ দেখাতে পারেননি বাদী, যৌক্তিক কোনো বক্তব্যও আদালতে উপস্থাপন করতে পারেননি।

পরে আদালত উভয় পক্ষের বক্তব্য শুনে অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও তার ভাই আলিশান চৌধুরীকে অভিযোগ থেকে অব্যাহতি দিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here