শর্ত মিললে শাকিবের সঙ্গে অভিনয় করবেন মিষ্টি জান্নাত

0
12
শর্ত মিললে শাকিবের সঙ্গে অভিনয় করবেন মিষ্টি জান্নাত
শর্ত মিললে শাকিবের সঙ্গে অভিনয় করবেন মিষ্টি জান্নাত

ঢালিউড অভিনেতা শাকিব খানের সঙ্গে দুই নায়িকার সিনেমায় কাজ না করার ব্যাপারে নিজের অবস্থান স্পষ্ট করেছেন অভিনেত্রী মিষ্টি জান্নাত। যে সিনেমায় দুই বা তার অধিকসংখ্যক নায়িকা থাকবে, সেই সিনেমায় অভিনয় করতে আগ্রহী নন বলে জানিয়েছেন অভিনেত্রী।

সম্প্রতি একটি গণমাধ্যমের এক সাক্ষাৎকারে এ কথা বলেন মিষ্টি জান্নাত। অভিনেত্রী বলেন, শাকিব খানের সঙ্গে তার কাজের গুঞ্জন যেহেতু উঠেছে, তাই কিছু একটা অবশ্যই দর্শকদের দেখতে পাওয়ার সম্ভাবনা রয়েছে।

তবে তিনি শর্তজুড়ে দিয়েছেন যে, তিনি কোনোভাবেই একাধিক নায়িকা নিয়ে নির্মিত সিনেমায় কাজ করবেন না। তিনি বলেন, আমি কোনো দুই নায়িকার সিনেমায় কাজ করতে চাই না। এটি আমি বরাবরই না করেছি। অনেক সিনেমা আমি ক্যানসেল করেছি, আমার পছন্দ না।

মিষ্টি জান্নাত বলেন, এখানে আসলে ঝামেলা হয়। আর অফকোর্স সুপারস্টার, ওনার সঙ্গে তো আমি দুই নায়িকার সঙ্গে সিনেমা করব না। এটা মানুষ খারাপ বলুক, ভালো বলুক, তাদের ব্যাপার। বাট আমি করব না। এটা শাকিবকে আমিও না করেছি। আই অ্যাম সো সরি অ্যাবাউট দিস।

অভিনেত্রী বলেন, আমি শাকিব খানকে অলওয়েজ বলে দিয়েছি। আমি সিঙ্গেল ওর সঙ্গে কাজ করব। কারণ আমার ওই যে লাইক দুই নায়িকা, এক নায়িকা ও রকম ছবি আমি করতে চাই না। আর গুঞ্জন যেহেতু উঠেছে, সেহেতু তো অবশ্যই দেখতে পাবেন।

মিষ্টি জান্নাত বলেন, আমি তো কখনো বলিনি যে ধামাকা মানেই শাকিব খান আসবে। আপনারা বানিয়েছেন। ধামাকা মানে যে শাকিব খানের সঙ্গে আমার সিনেমা আসবে, এ রকম তো বিষয় নয়।

তবে কাজের ক্ষেত্রে তিনি যে কোনো প্রযোজকের কাছে অনুরোধ করে সুযোগ নিতে চান না, সে বিষয়টি স্পষ্ট করে অভিনেত্রী বলেন, আমি রিকোয়েস্ট করে কোনো সিনেমা করব, ওই লেভেল আমার সঙ্গে যায় না। আমি ওরকম মানুষ না। আমার এতটুকু সেলফ রেসপেক্ট আছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here