শাকিবের নায়িকা হচ্ছেন তানজিন তিশা

0
11
শাকিবের নায়িকা হচ্ছেন তানজিন তিশা
শাকিবের নায়িকা হচ্ছেন তানজিন তিশা
নতুন বাংলাদেশের গল্পে নির্মিত হতে যাচ্ছে সিনেমা, যেটিতে অভিনয় করবেন ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খান। নাম চূড়ান্ত না হওয়া এ সিনেমাটি পরিচালনা করবেন সাকিব ফাহাদ।
ছবিটিতে শাকিবের নায়িকা কে হবে তা নিয়ে গুঞ্জন বেড়েই চলেছে। এরমধ্যে ঘনিষ্ঠ সূত্রে খবর, এই সিনেমার মধ্য দিয়ে শাকিবের বিপরীতে বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশার।
সিনেমা সংশ্লিষ্ট একাধিক সূত্র এমনটা নিশ্চিত করলেও পরিচালক কিংবা অভিনেত্রী কেউই এ বিষয়ে মুখ খুলতে চান না।
জানা গেছে, মৌখিকভাবে চূড়ান্ত হলেও আগামীকাল সিনেমাটির জন্য অফিশিয়ালি চূড়ান্ত হওয়ার কথা রয়েছে তিশার।
সিনেমাটিতে শাকিব খানকে দেখা যাবে শাহরুখ খানের ‘পাঠান’, সালমানের খানের ‘টাইগার’ এর মতো চরিত্রে অর্থাৎ রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার সাবেক এক দক্ষ এজেন্টের ভূমিকায়, যিনি দেশের হয়ে একের পর এক লোমহর্ষক অপারেশন সফলভাবে সম্পন্ন করেন।
আগামী সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।
পুরো সিনেমাটির শুটিং হবে দেশেই। এরপর মুক্তি পাবে আসছে ডিসেম্বরে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here