শাহরুখ ছাড়াও ‘কিং’-এর রাজসভার সদস্য যারা

0
75
শাহরুখ ছাড়াও ‘কিং’-এর রাজসভার সদস্য যারা
শাহরুখ ছাড়াও ‘কিং’-এর রাজসভার সদস্য যারা
বলিউডের বাদশাহ যখন নতুন সিনেমার ঘোষণা দেন, তখন সেটি আর শুধুমাত্র খবর থাকে না; যেন হয়ে ওঠে এক রাজকীয় আয়োজন! বর্তমানে ঠিক এমনটাই ঘটছে শাহরুখ খানের নতুন ছবি ‘কিং’ নিয়ে। সম্প্রতি ছবিটির টিজার প্রকাশ পেতেই ভক্তদের উচ্ছ্বাস তুঙ্গে।
এই সিনেমা নিয়েই বলিউডে এখন রীতিমতো চলছে আলোচনা। সিনেপ্রেমীদের একাংশের মত, পর্দায় শাহরুখ নিজেই যেন এক রাজসভাই গড়ে তুলতে যাচ্ছেন এবার; যেখানে ‘কিং’ অর্থাৎ পর্দায় রাজা হিসেবে থাকবেন শাহরুখ! আর বলিউড বাদশাহর সঙ্গে এই রাজসভায় কারা থাকছেন- অর্থাৎ এই সিনেমার কাস্টিং লিস্ট, তা নিয়েও কিন্তু আলোচনা কম নয়।
ছবিটির কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন শাহরুখ খান নিজে। ‘জওয়ান’ ও ‘পাঠান’-এর পর আবারও তাকে দেখা যাবে অ্যাকশন ও ড্রামার সংমিশ্রণে। আর তার বিপরীতে আছেন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোন; যার সঙ্গে শাহরুখের জুটি মানেই হিট!
সবচেয়ে বড় চমক হলো, শাহরুখ কন্যা সুহানা খান এই সিনেমার মাধ্যমে প্রথমবার বড় পর্দায় পা রাখছেন। ‘দ্য আর্চিস’-এ ডিজিটাল অভিষেকের পর প্রথমবারের মতো প্রেক্ষাগৃহে দেখা যাবে তাকে, তাও বাবার ছবিতে।
শুধু এই তিনজনই নন, ‘কিং’-এর দরবারে আরও বেশ কিছু জনপ্রিয় মুখ যুক্ত হচ্ছেন বলে শোনা যাচ্ছে। তাদের মধ্যে রয়েছেন অভিষেক বচ্চন, রানি মুখার্জি, অনিল কাপুর, জ্যাকি শ্রফ, আরশাদ ওয়ারসির মতো বলিউডের তাবড় তারকারা।
এছাড়াও রয়েছেন ওটিটিতে বর্তমানে আলোচনায় থাকা জয়দীপ আহলাওয়াত ও সৌরভ শুক্লা। রয়েছেন নতুন প্রজন্মের তারকা রাঘব জুয়েল, অভয় ভার্মা ও কারানভির মালহোত্রাও এই রাজকীয় অভিযানের অংশ হতে পারেন বলে শোনা যাচ্ছে।
তবে এই নামগুলোই যথেষ্ট ইঙ্গিত দেয়, শাহরুখের এই রাজত্ব হবে মহা আয়োজনে ভরপুর।
উল্লেখ্য, ছবিটি যৌথভাবে প্রযোজনা করছে রেড চিলিজ এন্টারটেইনমেন্ট ও মারফ্লিক্স পিকচার্স। পরিচালনায় আছেন সিদ্ধার্থ আনন্দ, যিনি শাহরুখের ব্লকবাস্টার ‘পাঠান’-এরও পরিচালক ছিলেন। তাই প্রত্যাশা, ‘কিং’ হবে অ্যাকশন, আবেগ ও রাজকীয় জাঁকজমকের এমনই এক দুর্দান্ত মিশ্রণ যা বলিউডে নতুন রেকর্ড গড়তে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here