রাজস্থানের ভরতপুরে প্রতারণার অভিযোগে বলিউড তারকা শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোনের বিরুদ্ধে মামলা হয়েছে। তাদের সঙ্গে আরও ছয়জনের নামও রয়েছে এফআইআরে।
স্থানীয় আইনজীবী কীর্তি সিং মামলাটি করেছেন। তিনি অভিযোগ করেছেন, ২০২২ সালে একটি গাড়ি কিনলেও শুরু থেকেই এতে নানা যান্ত্রিক ত্রুটি ছিল। অভিযোগ করেও সমাধান না পেয়ে শেষ পর্যন্ত আইনের আশ্রয় নেন তিনি।
শাহরুখ ও দীপিকার নাম মামলায় যুক্ত হওয়ার কারণ, তারা সংশ্লিষ্ট গাড়ি কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিলেন এবং বিজ্ঞাপনেও অংশ নেন।
ঘটনা তদন্তে নেমেছে ভরতপুরের মথুরাগেট থানার পুলিশ। তবে এখনো শাহরুখ বা দীপিকার পক্ষ থেকে কোনো মন্তব্য আসেনি।