কথাসাহিত্যিক ইকবাল খন্দকারের উপস্থাপনায় জিটিভিতে সাপ্তাহিকভাবে প্রচার হচ্ছে আলোঘর প্রকাশনা নিবেদিত অনুষ্ঠান শিক্ষা-সংস্কৃতি অনির্বাণ। আর এই অনুষ্ঠানে অতিথি হয়ে আসছেন দেশের শিক্ষা, শিল্প এবং সংস্কৃতি অঙ্গনের স্বনামধন্য ব্যক্তিবর্গ। যারা শোনাচ্ছেন তাদের আলোকিত ব্যক্তিজীবনের কথা এবং বর্ণাঢ্য কর্মজীবনের কথা। তারই ধারাবাহিকতায় এবারের পর্ব তথা ৪০তম পর্বে অতিথি হয়ে এসেছেন অভিনেতা ও মডেল মুকিত জাকারিয়া।
এই পর্বে উঠে এসেছে তার জীবনের নানা অজানা কথা। পর্বটি জিটিভিতে প্রচার হবে আজ রবিবার রাত সাড়ে ৮টায়। অতিথি মুকিত জাকারিয়া বলেন, বলতে বলতে নিজের জীবনের অনেক কথাই বলে ফেলেছি এই অনুষ্ঠানে। তাও এমন সব কথা, যেগুলো সাারণত টিভি সাক্ষাৎকারে বলা হয় না। তাই দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি সময়টা একেবারে মন্দ কাটবে না।




