শুভ জন্মদিন জাহিদ হাসান

0
10
শুভ জন্মদিন জাহিদ হাসান
শুভ জন্মদিন জাহিদ হাসান
টেলিভিশন নাটক দিয়ে অভিনয় শুরু করে সিনেমা, ওটিটি তিন মাধ্যমেই উজ্জ্বল মুখ অভিনেতা জাহিদ হাসান। নব্বই দশক থেকে অভিনয়ের যাত্রা শুরু, একাধিকবার পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। নাট্য পরিচালক হিসেবেও রয়েছে তার খ্যাতি। সম্প্রতি ‘উৎসব’ সিনেমায় অভিনয় করে আবার আলোচনায় এসেছেন তিনি।
মায়ের দেওয়া ডাক নাম পুলক হাসান, বাড়িতে তাকে এ নামেই ডাকে, বন্ধুরাও এ নামেই চেনে। কিন্তু অভিনয়ে এসেছেন তিনি তার দাদার দেওয়ে নাম জাহিদ হাসান নিয়ে। এ নামে পরিচিতি থেকে মানুষের ভালোবাসা পেতে তাকে করতে হয়েছে অনেক পরিশ্রম। অভিনেতা হিসেবে মানুষের ভালোবাসা পেয়েছেন জাহিদ হাসান নাম থেকেই।
ছোটবেলা থেকেই মঞ্চ নাটক ও যাত্রাপালা দেখার আগহ ছিলো জাহিদ হাসানের। একবার স্কুলজীবনে সিরাজগঞ্জ শহরে নবাব সিরাজউদ্দৌলার যাত্রাপালা দেখতে যান, যেখানে নামভূমিকায় অভনয় করবেন অভিনেতা আনোয়ার হোসেন। এরপর ২০ টাকার টিকিট কেটে চলে যান যাত্রা দেখতে। আনোয়ার হোসেনকে দেখে তিনি এতোতাই মুগ্ধ হন যার ঘোর তার মধ্যে অনেকদিন ছিল।
কলেজে ভর্তি হওয়ার পর তিনি তরুণ সম্প্রদায় নাট্যদলে যোগ দেন। বেশ কয়েকটি নাটক করলেও ‘সাত পুরুষের ঋণ’ নাতকটি তাকে অভিনয়ে বেষ আগ্রহী করে তুলেছিল। আশির দশকে নাটকটি বিটিভিতে প্রচার করা হয়।
অভিনয়কেই জীবনের মুলমন্ত্র করে তিনি ঢাকায় আসেন। ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ে চান্স পেলেও তিনি অভিনয়ের টানে ঢাকায় চলে আসেন। এরপর ১৯৮৯ সালে তিনি বাংলাদেশ টেলিভিশনে অডিশন দিয়ে অভিনেতার তালিকাভুক্ত হন। ১৯৯০ সালে ‘জীবন যেমন’ নাটকে অভিনয় দিয়ে তার টেলিভিশন নাটকে অভিষেক ঘটে। ভালো চরিত্র না পেলেও তার অভিনয়ের প্রতি তৃষ্ণা ছিলো অনেক।
কয়েকটি ধারাবাহিকে অভিনয় করে তিনি মানুষের কাছাকাষি পৌঁছাতে পেরেছেন। সবুজ ছায়া, সবু্জ ছাতি, নক্ষত্রের রাত, আজ রবিবার এর মধ্যে অন্যতম।
জাহিদ হাসান ১৯৮৬ সালে বলবান সিনেমার মাধ্যমে রূপালি পর্দায় অভিষেক করেন। হুমায়ূন আহমেদের শ্রাবণ মেঘের দিন সিনেমায় ‘মতি’ চরিত্রে অভিনয় করে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। এরপর মেইড ইন বাংলাদেশ, হালদা, সাপলুডু, ও আমার আছে জল–এর মতো উল্লেখযোগ্য সিনেমায় অভিনয় করেন। সবশেষ তিনি তানিম নূর পরিচালিত উৎসব সিনেমায় ‘জাহাঙ্গীর’ চরিত্রে অভিনয় করে প্রশংসিত হন।
অভিনয়ের পাশাপাশি নাটক পরিচালনায়ও সাফল্য পেয়েছেন তিনি। বিশেষ করে লাল নীল বেগুনি মেগা-ধারাবাহিক পরিচালনা করে আলোচনায় আসেন এবং এতে অভিনয়ও করেন।

ব্যক্তিগত জীবনে তিনি জনপ্রিয় মডেল সাদিয়া ইসলাম মৌকে বিয়ে করেছেন। তাদের দুই সন্তান—মেয়ে পুষ্পিতা ও ছেলে পূর্ণ।

টেলিভিশন নাটক দিয়ে অভিনয় শুরু করে সিনেমা, ওটিটি তিন মাধ্যমেই উজ্জ্বল মুখ অভিনেতা জাহিদ হাসান। নব্বই দশক থেকে অভিনয়ের যাত্রা শুরু, একাধিকবার পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। নাট্য পরিচালক হিসেবেও রয়েছে তার খ্যাতি। সম্প্রতি ‘উৎসব’ সিনেমায় অভিনয় করে আবার আলোচনায় এসেছেন তিনি।
মায়ের দেওয়া ডাক নাম পুলক হাসান, বাড়িতে তাকে এ নামেই ডাকে, বন্ধুরাও এ নামেই চেনে। কিন্তু অভিনয়ে এসেছেন তিনি তার দাদার দেওয়ে নাম জাহিদ হাসান নিয়ে। এ নামে পরিচিতি থেকে মানুষের ভালোবাসা পেতে তাকে করতে হয়েছে অনেক পরিশ্রম। অভিনেতা হিসেবে মানুষের ভালোবাসা পেয়েছেন জাহিদ হাসান নাম থেকেই।
ছোটবেলা থেকেই মঞ্চ নাটক ও যাত্রাপালা দেখার আগহ ছিলো জাহিদ হাসানের। একবার স্কুলজীবনে সিরাজগঞ্জ শহরে নবাব সিরাজউদ্দৌলার যাত্রাপালা দেখতে যান, যেখানে নামভূমিকায় অভনয় করবেন অভিনেতা আনোয়ার হোসেন। এরপর ২০ টাকার টিকিট কেটে চলে যান যাত্রা দেখতে। আনোয়ার হোসেনকে দেখে তিনি এতোতাই মুগ্ধ হন যার ঘোর তার মধ্যে অনেকদিন ছিল।
কলেজে ভর্তি হওয়ার পর তিনি তরুণ সম্প্রদায় নাট্যদলে যোগ দেন। বেশ কয়েকটি নাটক করলেও ‘সাত পুরুষের ঋণ’ নাতকটি তাকে অভিনয়ে বেষ আগ্রহী করে তুলেছিল। আশির দশকে নাটকটি বিটিভিতে প্রচার করা হয়।
অভিনয়কেই জীবনের মুলমন্ত্র করে তিনি ঢাকায় আসেন। ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ে চান্স পেলেও তিনি অভিনয়ের টানে ঢাকায় চলে আসেন। এরপর ১৯৮৯ সালে তিনি বাংলাদেশ টেলিভিশনে অডিশন দিয়ে অভিনেতার তালিকাভুক্ত হন। ১৯৯০ সালে ‘জীবন যেমন’ নাটকে অভিনয় দিয়ে তার টেলিভিশন নাটকে অভিষেক ঘটে। ভালো চরিত্র না পেলেও তার অভিনয়ের প্রতি তৃষ্ণা ছিলো অনেক।
কয়েকটি ধারাবাহিকে অভিনয় করে তিনি মানুষের কাছাকাষি পৌঁছাতে পেরেছেন। সবুজ ছায়া, সবু্জ ছাতি, নক্ষত্রের রাত, আজ রবিবার এর মধ্যে অন্যতম।
জাহিদ হাসান ১৯৮৬ সালে বলবান সিনেমার মাধ্যমে রূপালি পর্দায় অভিষেক করেন। হুমায়ূন আহমেদের শ্রাবণ মেঘের দিন সিনেমায় ‘মতি’ চরিত্রে অভিনয় করে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। এরপর মেইড ইন বাংলাদেশ, হালদা, সাপলুডু, ও আমার আছে জল–এর মতো উল্লেখযোগ্য সিনেমায় অভিনয় করেন। সবশেষ তিনি তানিম নূর পরিচালিত উৎসব সিনেমায় ‘জাহাঙ্গীর’ চরিত্রে অভিনয় করে প্রশংসিত হন।
অভিনয়ের পাশাপাশি নাটক পরিচালনায়ও সাফল্য পেয়েছেন তিনি। বিশেষ করে লাল নীল বেগুনি মেগা-ধারাবাহিক পরিচালনা করে আলোচনায় আসেন এবং এতে অভিনয়ও করেন।
ব্যক্তিগত জীবনে তিনি জনপ্রিয় মডেল সাদিয়া ইসলাম মৌকে বিয়ে করেছেন। তাদের দুই সন্তান—মেয়ে পুষ্পিতা ও ছেলে পূর্ণ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here