সম্পর্ক নিয়ে নতুন বক্তব্য মাহির

0
20
সম্পর্ক নিয়ে নতুন বক্তব্য মাহির
সম্পর্ক নিয়ে নতুন বক্তব্য মাহির
ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সামিরা খান মাহি। সম্প্রতি মাহির এক ইনস্টাগ্রাম পোস্টের জেরে তার সম্পর্ক ভেঙে গেছে এমন গুঞ্জন ছড়িয়ে পড়ে। তবে মাহি জানালেন ব্যাপারটি সঠিক নয়।
এ বিষয়ে সামিরা খান মাহি বলেন, ‘আমার আর সাদাত সাফি নাবিলের সম্পর্ক ঠিক আছে। সব সম্পর্কেই ঝামেলা হয়, সেগুলো আবার ঠিকও হয়ে যায়। আমি কিন্তু কোথাও বলিনি, আমাদের ব্রেকআপ হয়ে গেছে। চার বছরের প্রেমের সম্পর্ক আমাদের। একটা স্ট্যাটাস দিয়েছিলাম শুধু যে, বেশ কয়েক দিন ধরে মানসিকভাবে ভেঙে পড়েছি। এটিকেই মানুষ ভিন্নভাবে নিয়েছে।’
এর আগে গত বৃহস্পতিবার ইনস্টাগ্রামে মাহি লেখেন, ‘গত কয়েকটা দিন ভীষণ কষ্টের কেটেছে। ট্রলড হওয়ার কষ্ট, বোনের বিয়ের দায়িত্বের চাপ, আর নিজের সম্পর্কের টানাপড়েন- সব মিলিয়ে ভেতরটা একেবারে খালি খালি লাগছে। সত্যি বলতে, খুব ক্লান্ত, খুবই এলোমেলো লাগছে নিজেকে। আমি ভুল করেছি, যা অনেককেই কষ্ট দিয়েছে, এটিও আমি বহন করে গেছি। আমি জানি আমি হৃদয় ভেঙেছি, এর জন্য আমি দুঃখিত। সত্যিই আমি ভেঙে পড়েছি- আর এটি বলতে ভয় পাই না আমি।’
ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে তিনি আরও লিখেছিলেন, ‘আমার এই দুর্বলতম সময়েও আমি জানি, উঠে দাঁড়ানোর শক্তি আমাকে ছেড়ে যায়নি। আমি এখন শুধুই ক্লান্ত, তবে পরাজিত নই। যদি সবার সঙ্গে হাসি শেয়ার করা যায়, তা হলে আমি বলব চোখের জলও শেয়ার করা যায়। জীবন খুব ভালো করেই দেখেছেন অভিনেত্রী। হয়তো সে কারণেই লিখেছেন, জীবন সবসময় সাজানো-গোছানো আর নিখুঁত হয় না।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here