কম্বোডিয়ার সঙ্গে সংঘর্ষ যুদ্ধে রূপ নিতে পারে: থাই প্রধানমন্ত্রী

0
9
কম্বোডিয়ার সঙ্গে সংঘর্ষ যুদ্ধে রূপ নিতে পারে: থাই প্রধানমন্ত্রী
কম্বোডিয়ার সঙ্গে সংঘর্ষ যুদ্ধে রূপ নিতে পারে: থাই প্রধানমন্ত্রী

থাইল্যান্ডের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী ফুমথাম ভেচায়াচাই সতর্ক করে বলেছেন, কম্বোডিয়ার সঙ্গে সীমান্তে সংঘর্ষ যুদ্ধের রূপ নিতে পারে। কারণ পরপর দ্বিতীয় দিনে দুই দেশ প্রাণঘাতী হামলা চালিয়ে যাচ্ছে। ব্যাংককে সাংবাদিকদের তিনি বলেন, যদি পরিস্থিতি আরও উত্তেজিত হয়, তাহলে এটি যুদ্ধের দিকে গড়াতে পারে। যদিও আপাতত এটি সীমিত সংঘর্ষের পর্যায়েই আছে। বার্তা সংস্থা এএফপি ও কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, শুক্রবার দ্বিতীয় দিনের মতো থাইল্যান্ড ও কম্বোডিয়া একে অপরের সীমান্তে ভারি কামান ও রকেট হামলা চালিয়েছে। থাই কর্তৃপক্ষ জানিয়েছে, শুক্রবার পর্যন্ত সীমান্ত এলাকা থেকে ১ লাখ ৩৮ হাজার বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে। এসব এলাকার কয়েকটি হাসপাতাল বন্ধ হয়ে গেছে। সরিয়ে নেওয়া হয়েছে ৪২৮ রোগীকে। দেশজুড়ে ৩০০টি আশ্রয়কেন্দ্র স্থাপন করা হয়েছে। থাইল্যান্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সংঘাতে ১৪ বেসামরিক নাগরিক ও এক সেনা নিহত হয়েছেন। এ ছাড়া, আহত ৪৬ জনের মধ্যে ১৫ জন সেনা সদস্য।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here