গাজা যুদ্ধে ৮৮০ ইসরায়েলি সেনা নিহত

0
7
গাজা যুদ্ধে ৮৮০ ইসরায়েলি সেনা নিহত
গাজা যুদ্ধে ৮৮০ ইসরায়েলি সেনা নিহত

গাজা উপত্যকায় ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে চলমান সংঘাতে ৮৮০ জন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) নিহত সেনাদের নামের তালিকা প্রকাশ করে এই তথ্য নিশ্চিত করেছে। টাইমস অব ইসরায়েলের বরাত দিয়ে এই খবর জানা গেছে।

আইডিএফের প্রকাশিত তথ্য অনুযায়ী, নিহত সেনাদের মধ্যে ৩২৯ জন ২০২৩ সালের ৭ অক্টোবর গাজা সীমান্তে হামাসের আক্রমণের সময় মারা যান। এছাড়া, হামাস-নিয়ন্ত্রিত অঞ্চলে স্থল আক্রমণ ও সীমান্ত অভিযানে নিহত হয়েছেন কমপক্ষে ৪৩৬ জন সেনা।

এদিকে, ইসরায়েল পুলিশ গাজায় ফিলিস্তিনি স্বাধীনতাকামীদের সঙ্গে সংঘর্ষে ৫৮ জন সদস্য নিহত হওয়ার তালিকা প্রকাশ করেছে, যাদের অনেকেই অফিসার পদমর্যাদার ছিলেন।

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে সংঘর্ষে ৮০ জন সেনা নিহত হয়েছেন বলে জানিয়েছে আইডিএফ। একইসঙ্গে পশ্চিম তীর এবং ইসরায়েলে সংঘর্ষে ১৭ জন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। ইরাক থেকে ড্রোন হামলায় দুইজন এবং ইরান থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় একজন সেনা নিহতের তথ্যও নিশ্চিত করেছে ইসরায়েলের সামরিক বাহিনী।

আইডিএফের তালিকায় যুদ্ধের সঙ্গে সরাসরি সম্পর্কিত নয় এমন কয়েকটি মারাত্মক ঘটনাতেও নিহতের তথ্য রয়েছে, যার মধ্যে পশ্চিম তীরে গুলিতে একজন, লেবানন সীমান্তে গোলাবারুদের ত্রুটির কারণে একজন এবং উত্তর ইসরায়েলে ট্যাঙ্ক দুর্ঘটনায় দুইজন নিহতের ঘটনা উল্লেখযোগ্য।

২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া গাজা-ইসরায়েল সংঘাতে প্রায় ১,২০০ জন ইসরায়েলি নিহত হওয়ার খবর পাওয়া গেছে। অন্যদিকে, গাজা উপত্যকাজুড়ে দখলদার বাহিনীর ভয়াবহ ও ধ্বংসাত্মক হামলায় এ পর্যন্ত ৫৬ হাজার ৩৩১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১ লাখ ৩২ হাজার ৬৩২ জন ফিলিস্তিনি। নিহত ফিলিস্তিনিদের মধ্যে ৫৬ শতাংশই নারী ও শিশু।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here