নেতানিয়াহুকে ‘হিটলারের আত্মীয়’ আখ্যা দিলেন এরদোয়ান

0
26
নেতানিয়াহুকে ‘হিটলারের আত্মীয়’ আখ্যা দিলেন এরদোয়ান
নেতানিয়াহুকে ‘হিটলারের আত্মীয়’ আখ্যা দিলেন এরদোয়ান
দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে হিটলারের পরিবারের সদস্য হিসেবে অভিহিত করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।
গত সপ্তাহে কাতারের রাজদানী দোহায় সশস্ত্র গোষ্ঠী হামাসের আলোচকদের ওপর হামলার নিন্দা জানিয়ে তার্কিস প্রেসিডেন্ট বলেছেন, “আদর্শিকভাবে নেতানিয়াহু হিটলারের আত্মীয়ের মতো।”
জার্মানির সাবেক প্রেসিডেন্ট ও নাৎসি বাহিনীর প্রধান এডলফ হিটলার ইহুদিদের ওপর ব্যাপক দমন-নিপীড়ন চালিয়েছিলেন। হাজার হাজার ইহুদিকে হত্যা করায় তাকে বিশ্বব্যাপী এখন ঘৃণার চোখে দেখা হয়।
ফিলিস্তিনের গাজায় ইসরায়েল একইরমকভাবে বর্বরতা চালানোয় যুদ্ধাপরাধে অভিযুক্ত নেতানিয়াহুকে এর আগে হিটলারের সঙ্গে তুলনা করেছিলেন এরদোয়ান।
এছাড়া ইসরায়েলি সরকারকের ‘খুনি নেটওয়ার্ক’ হিসেবেও অভিহিত করেছিলেন তিনি।
কাতারের রাজধানী দোহায় আরব-ইসলামিক নেতাদের জরুরি সম্মেলন শেষে মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দেশে ফিরেছেন এরদোয়ান। এ সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
চলতি মাসের ২২ তারিখ নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেবে যুক্তরাজ্য, কানাডাসহ ইউরোপের বেশ কয়েকটি দেশ। এ ব্যাপারে এরদোয়ান বলেন, “আমি আশা করি ফিলিস্তিনের জন্য মানবিকতার জোট বিস্তৃত সমর্থন পাবে।”
জাতিসংঘের সাধারণ পরিষদে পুনরায় স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র ইস্যুটি উত্থাপন করবেন বলেও জানান তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here