মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার স্পষ্ট জানিয়েছেন, ফিলিস্তিনি ভূখণ্ডে যুক্তরাষ্ট্রের কোনো সেনা মোতায়েন করা হবে না।
সম্প্রতি গাজা সফর শেষে শনিবার এক্স (সাবেক টুইটার)- এ দেওয়া এক পোস্টে তিনি বলেন, সংঘাত-পরবর্তী সময়ের স্থিতিশীলতা নিয়ে আলোচনা করতেই তার এ সফর।
এ সম্পর্কে ব্র্যাড কুপার বলেন, ‘গাজা সফরকালে আমরা একটি সিভিল-মিলিটারি কো-অর্ডিনেশন সেন্টার গঠনের বিষয়ে কথা বলেছি, যা ভবিষ্যতের স্থিতিশীলতা নিশ্চিত করতে সহায়তা করবে।’
ওয়াশিংটনভিত্তিক বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, কুপারের এ সফর মূলত সংঘাত-পরবর্তী মানবিক এবং নিরাপত্তা ব্যবস্থা কীভাবে পরিচালিত হবে, তা নিয়ে আলোচনার অংশ হিসেবে বিবেচিত হচ্ছে।
তবে তিনি জোর দিয়ে বলেন, ‘আমরা পরিষ্কারভাবে জানিয়ে দিচ্ছি-ফিলিস্তিনি ভূখণ্ডে মার্কিন সেনা মোতায়েন করার কোনো পরিকল্পনা নেই।’
উল্লেখ্য, সাম্প্রতিক ইসরায়েল-গাজা সংঘাতের পর গাজায় একটি টেকসই ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে আন্তর্জাতিক মহল বিভিন্ন দিক থেকে কাজ করে যাচ্ছে। মার্কিন সেনা মোতায়েন না করার ঘোষণাকে অনেকেই সেই প্রচেষ্টার অংশ হিসেবে দেখছেন।