ফিলিস্তিনি শিশু রাজাব হত্যাকাণ্ডে জড়িত ইসরায়েলি সেনাদের তথ্য আইসিসিতে

0
6
ফিলিস্তিনি শিশু রাজাব হত্যাকাণ্ডে জড়িত ইসরায়েলি সেনাদের তথ্য আইসিসিতে
ফিলিস্তিনি শিশু রাজাব হত্যাকাণ্ডে জড়িত ইসরায়েলি সেনাদের তথ্য আইসিসিতে

গত বছর গাজায় নিহত পাঁচ বছর বয়সি ফিলিস্তিনি শিশু হিন্দ রাজাব হত্যাকাণ্ডে জড়িত আরও ২৪ ইসরায়েলি সেনাকে শনাক্ত করা হয়েছে। তাদের তথ্য আন্তর্জাতিক অপরাধ আদালতে পাঠিয়েছে হিন্দ রাজাব ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনটি রাজাবের নামেই প্রতিষ্ঠিত।
গত মঙ্গলবার এইচআরএফ এই ঘোষণা দেয়। তারা জানিয়েছে, শনাক্ত হওয়াদের মধ্যে তিনজন শীর্ষ কমান্ডারকে তারা প্রকাশ্যে নাম দিয়েছে। তারা হলেন কর্নেল বেনি আহারোন, ৪০১তম আর্মার্ড ব্রিগেডের কমান্ডার, যার বিরুদ্ধে ইতোমধ্যে আইসিসিতে ফৌজদারি অভিযোগ রয়েছে। লেফটেন্যান্ট কর্নেল ড্যানিয়েল এলা, ৫২তম আর্মার্ড ব্যাটালিয়নের কমান্ডার। মেজর শন গ্লাস, ভ্যাম্পায়ার এম্পায়ার কোম্পানির কমান্ডার।
ধারণা করা হচ্ছে, লেফটেন্যান্ট কর্নেল এলা এবং মেজর গ্লাস সরাসরি হত্যাকাণ্ডের জন্য দায়ী। ভ্যাম্পায়ার এম্পায়ার কোম্পানির আরও ২২ জন সেনার নাম বিভিন্ন বিচারব্যবস্থায় জাতীয়-স্তরের অভিযোগ দায়েরের মাধ্যমে ধীরে ধীরে প্রকাশ করা হবে বলে জানিয়েছে এইচআরএফ।
এই অভিযোগগুলো আল জাজিরা আরবি-এর মা খাফিয়া আ’থাম’ নামক একটি প্রামাণ্যচিত্রের পর জমা দেওয়া হলো। এইচআরএফ রোম সংবিধির ১৫ নম্বর অনুচ্ছেদ অনুসারে আইসিসিতে ১২০ পৃষ্ঠার একটি নথি জমা দিয়েছে।
এইচআরএফ জানিয়েছে, এই নথিতে বিস্তারিত ডিজিটাল, স্যাটেলাইট এবং ফরেনসিক প্রমাণ রয়েছে। যা নিশ্চিত করে যে ভ্যাম্পায়ার এম্পায়ার কোম্পানির মার্কভা আইভি ট্যাংকগুলো হিন্দ ও তার পরিবারকে বহনকারী কালো কিয়া পিকান্টো গাড়িটির ওপর বারবার গোলাবর্ষণ করে এবং পরে তাকে উদ্ধার করতে পাঠানো অ্যাম্বুলেন্সটিকেও লক্ষ্যবস্তু করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here