মালয়েশিয়ায় অর্থনৈতিক সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের পদত্যাগের দাবিতে ব্যাপক বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাজধানী কুয়ালালামপুরে হাজার হাজার মানুষ এই বিক্ষোভে অংশ নেন, যেখানে প্রায় ১০০ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদও উপস্থিত ছিলেন।
সকাল থেকেই কালো টি-শার্ট পরিহিত বিক্ষোভকারীরা জাতীয় মসজিদ নেগারার সামনে জড়ো হতে শুরু করেন এবং ‘পদত্যাগ, পদত্যাগ, আনোয়ারের পদত্যাগ’ স্লোগানে মুখরিত করে তোলেন এলাকা। পরে তারা মিছিল নিয়ে ‘জাগো, জাগো, জনগণ জাগো’ স্লোগান দিতে দিতে মারদেকা স্কয়ারের (স্বাধীনতা স্কয়ার) দিকে অগ্রসর হন।
বিক্ষোভকারীদের প্রধান অভিযোগ, গত প্রায় তিন বছর ধরে আনোয়ার ইব্রাহিমের নেতৃত্বাধীন সরকার মালয়েশিয়ায় নজিরবিহীন অর্থনৈতিক সংকট তৈরি করেছে। তাদের দাবি, জীবনযাত্রার ব্যয় আকাশচুম্বী হয়েছে এবং সরকারের সাম্প্রতিক কিছু সিদ্ধান্ত, যেমন জুলাই মাসে সেলস অ্যান্ড সার্ভিস ট্যাক্স (এসএসটি) সম্প্রসারণ, বিদ্যুৎ বিল বৃদ্ধি এবং জ্বালানির ভর্তুকি হ্রাস, সাধারণ মানুষের ওপর আরও চাপ সৃষ্টি করেছে। যদিও প্রধানমন্ত্রী আনোয়ার সম্প্রতি প্রাপ্তবয়স্ক নাগরিকদের নগদ অর্থ সহায়তা ও জ্বালানির দাম কমানোর প্রতিশ্রুতি দিয়েছেন, বিক্ষোভকারীরা বলছেন এই প্রতিশ্রুতিতে তারা সন্তুষ্ট নন।
এই বিক্ষোভে উল্লেখযোগ্যভাবে উপস্থিত ছিলেন মালয়েশিয়ার রাজনীতিতে প্রভাবশালী দুই সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ ও মুহিউদ্দিন ইয়াসিন। তাদের সঙ্গে যোগ দেন পার্টি ইসলাম মালয়েশিয়া (পিএএস)-এর প্রেসিডেন্ট আব্দুল হাদি আওয়াং। তারা বর্তমান সরকারকে ‘ব্যর্থ’ আখ্যা দিয়ে অবিলম্বে পদত্যাগের আহ্বান জানান। মাহাথির মোহাম্মদ অভিযোগ করেন, আনোয়ার তার রাজনৈতিক প্রতিপক্ষদের বিরুদ্ধে ক্ষমতা অপব্যবহার করছেন।
রাজনীতিবিদদের পাশাপাশি ছাত্র সংগঠন, মধ্যবিত্ত শ্রেণি এবং সাধারণ জনগণসহ সমাজের সকল স্তরের মানুষ এই প্রতিবাদ কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছেন। এটি আনোয়ার ইব্রাহিম সরকারের বিরুদ্ধে ক্রমবর্ধমান জনরোষের একটি স্পষ্ট বহিঃপ্রকাশ হিসেবে দেখা হচ্ছে।