মুসলিম সেনাদের সাথে ইফতারে জেলেনস্কি

0
31

ইউক্রেনে রাশিয়ার সাথে চলমান যুদ্ধের মাঝে প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কি নতুন করে আলোচনায় এসেছেন। বৃহস্পতিবার (১৩ মার্চ) কিয়েভে দেশের সামরিক বাহিনীর মুসলিম সদস্যদের আয়োজিত এক ইফতার মাহফিলে অংশ নেন তিনি।

ইফতার অনুষ্ঠানে জেলেনস্কি মুসলিম সেনাদের সাথে একসাথে বসে ইফতার করেন। এর আগে তিনি সাম্প্রতিক যুদ্ধ পরিস্থিতি নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য দেন। ইফতার শুরুর আগে তিনি মুসলিম সেনাদের সাথে এক কাতারে বসে মোনাজাতেও অংশ নেন।

এ সময় জেলেনস্কি দেশে মুসলিম সম্প্রদায়ের গুরুত্ব এবং তাদের দেশপ্রেমের প্রসঙ্গ তুলে ধরেন। বর্তমানে ইউক্রেনে মুসলিম জনগণের সংখ্যা আনুমানিক ৭ থেকে ২০ লাখ, যা দেশটির মোট জনসংখ্যার ০.৯ শতাংশের কাছাকাছি। মুসলিম সম্প্রদায়ের বড় অংশের বাস পূর্বাঞ্চলীয় ক্রাইমিয়ায়।

এই ঘটনা ইউক্রেনে মুসলিম কমিউনিটির প্রতি প্রেসিডেন্টের সহানুভূতির প্রতীক হিসেবে দেখা হচ্ছে, যেখানে তিনি তাদের সাথে সশস্ত্র বাহিনীর একযোগ কার্যক্রমে অংশ নেয়ার পাশাপাশি জাতীয় ঐক্যের বার্তা দিয়েছেন।

সূত্র : সিএনএন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here