যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে সুনামি সতর্কতা, সাবধানে থাকতে বললেন ট্রাম্প

0
12
যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে সুনামি সতর্কতা, সাবধানে থাকতে বললেন ট্রাম্প
যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে সুনামি সতর্কতা, সাবধানে থাকতে বললেন ট্রাম্প

রাশিয়ার কামচাটকা উপদ্বীপের কাছে আঘাত হানা ৮.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর জাপানের পাশাপাশি এবার যুক্তরাষ্ট্রের কয়েকটি অঞ্চলেও সুনামি সতর্কতা ও পরামর্শ জারি করা হয়েছে। এর মধ্যে হাওয়াই অঙ্গরাজ্যের কথা বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। এছাড়া আলাস্কা এবং দেশটির প্রশান্ত মহাসাগরীয় উপকূলজুড়েও সুনামি পরামর্শ জারি রয়েছে।

এই পরিস্থিতিতে সেখানকার নাগরিকদের সাবধান থাকার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি সম্ভাব্য বিপদ সম্পর্কে সচেতন থাকতে এবং কর্তৃপক্ষের নির্দেশ মেনে চলতে বলেছেন।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল ও এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প লিখেছেন, মনোবল শক্ত রাখুন ও সাবধানে থাকুন।

জাতীয় আবহাওয়া পরিষদ জানিয়েছে, দেশটির দ্বীপ অঙ্গরাজ্য হাওয়াই, দক্ষিণ আলাস্কা ও আলেউশিয়ান দ্বীপপুঞ্জে এ সতর্কতা জারি করা হয়। এছাড়াও সুনামি পরামর্শ জারি করা রয়েছে ক্যালিফোর্নিয়ায়। অরেগনের উপকূলীয় অঞ্চল মূলত দক্ষিণে ক্যালিফোর্নিয়ার সীমান্ত থেকে শুরু হয়ে উত্তরে ওয়াশিংটনের সীমান্ত পর্যন্ত বিস্তৃত। পাশাপাশি কলাম্বিয়া নদীর মোহনা অঞ্চলেও এই পরামর্শ দেওয়া হয়েছে।

মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডার প্রশান্ত মহাসাগরীয় উপকূলের অন্যান্য অঞ্চলের জন্য এখন পর্যন্ত কোনো সুনামি হুমকি নেই বলেও জানিয়েছে জাতীয় আবহাওয়া পরিষেবা।

হাওয়াইয়ের গভর্নর জোশ গ্রিন এক সংবাদ সম্মেলনে স্থানীয়দের উদ্দেশে বলেন, আমি সবাইকে শান্ত থাকার অনুরোধ জানাচ্ছি। আপনি যদি নিচু কোনো এলাকায় অবস্থান করেন, তবে দয়া করে দ্রুত উঁচু স্থানে চলে যান।

তিনি জানান, অনেক সড়কে যানজট তৈরি হয়েছে। এ সময় তিনি জনগণকে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে বলেন, যারা নিরাপদ জায়গায় আছেন, তারা সেখানেই থাকুন। আর যারা নিরাপদে নেই, তারা যেন দ্রুত নিরাপদ স্থানে পৌঁছে যান।

হাওয়াইয়ের হোনোলুলুতে এক জরুরি সংবাদ সম্মেলনে স্থানীয় কর্মকর্তারা বলেন, আমরা এখন পূর্ণ সুনামি সতর্কতার আওতায় রয়েছি। হাওয়াইয়ে সম্ভাব্য প্রভাব পড়তে আর মাত্র কয়েক ঘণ্টা বাকি। তারা জনগণকে সতর্ক থাকার এবং সব ধরনের নির্দেশনা মেনে চলার আহ্বান জানান।

হাওয়াই রাজ্যের দ্বীপ মাউইয়ের ওয়াইলিয়া এলাকায় বেড়াতে গিয়ে আটকে পড়া পর্যটক ডি এল স্কেলস জানান, সুনামি সতর্কতার কারণে রাস্তায় তীব্র যানজট তৈরি হয়েছে। পরিস্থিতি আপাতত শান্ত, তবে সবাই গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছে। কোথায় যাচ্ছে, কেউ জানে না। কয়েক মিনিট আগে সাইরেন বাজানো হয়, তখন থেকেই মানুষ গাড়ি নিয়ে উঁচু জায়গার দিকে রওনা হয়েছে। তিনি আরও বলেন, স্থানীয়রা তুলনামূলকভাবে শান্ত থাকলেও কিছু পর্যটকের মধ্যে আতঙ্ক দেখা গেছে।

জাতীয় আবহাওয়া পরিষদ আরও জানায়, সুনামির সম্ভাব্য ঢেউ হাওয়াই উপকূলে ঘণ্টাখানেকের মধ্যেই আছড়ে পড়তে পারে। সেখানকার বাসিন্দাদের উঁচু স্থানে বা স্থলভাগের ভেতরে চলে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। আর পরামর্শের আওতাভুক্ত এলাকাগুলোর বাসিন্দাদের সমুদ্র ও সৈকত এড়িয়ে চলতে বলা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here