যুক্তরাষ্ট্র-চীনের পাল্টাপাল্টি শুল্কের স্থগিতাদেশের মেয়াদ আরও ৯০ দিন বাড়ল

0
18
যুক্তরাষ্ট্র-চীনের পাল্টাপাল্টি শুল্কের স্থগিতাদেশের মেয়াদ আরও ৯০ দিন বাড়ল
যুক্তরাষ্ট্র-চীনের পাল্টাপাল্টি শুল্কের স্থগিতাদেশের মেয়াদ আরও ৯০ দিন বাড়ল

যুক্তরাষ্ট্র ও চীন তাদের মধ্যকার বাণিজ্য যুদ্ধের পাল্টাপাল্টি শুল্ক কার্যকরের সময়সীমা আরও ৯০ দিন বাড়িয়েছে। এর ফলে চীনা পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের আরোপিত তিন অঙ্কের শুল্ক আপাতত কার্যকর হচ্ছে না। এই সিদ্ধান্তের ফলে আগামী ১০ নভেম্বর পর্যন্ত দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক স্বাভাবিক থাকবে বলে আশা করা হচ্ছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে জানিয়েছেন, তিনি একটি নির্বাহী আদেশে সই করেছেন, যার মাধ্যমে আগামী ১০ নভেম্বর রাত ১২টা ১ মিনিট পর্যন্ত বাড়তি শুল্ক আরোপ স্থগিত থাকবে। পারস্পরিক শুল্ক বিরতির অন্য সব শর্তও অপরিবর্তিত থাকবে।

এর আগে ট্রাম্প চীনের কাছে সয়াবিন কেনার পরিমাণ চার গুণ বাড়ানোর দাবি করেছিলেন, যদিও নির্বাহী আদেশে অতিরিক্ত কেনাকাটার বিষয়ে কোনো উল্লেখ ছিল না। মঙ্গলবার চীনের বাণিজ্য মন্ত্রণালয়ও একই ধরনের ঘোষণা দিয়েছে। বেইজিং জানিয়েছে, তারা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে শুল্কবহির্ভূত ব্যবস্থাগুলো স্থগিত বা বাতিল করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে। দেশটি ওয়াশিংটনের ওপর থেকে ২৪ শতাংশ অতিরিক্ত রপ্তানি শুল্ক প্রত্যাহার করে নিয়েছে। মঙ্গলবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে চীনের রপ্তানি শুল্ক নিয়ন্ত্রক সংস্থা কাস্টমস ট্যারিফ কমিশন।

ট্রাম্পের রাশিয়া-ভারত মন্তব্য
একই সময়ে ট্রাম্প আরও মন্তব্য করেছেন, রাশিয়ার তেল কেনায় ভারতের ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপ মস্কোর জন্য বড় ধাক্কা। তিনি উল্লেখ করেন, রাশিয়ার অর্থনীতি ভালো অবস্থানে নেই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here