শ্রীলঙ্কায় ইন্টারনেট সেবা শুরু করল ইলন মাস্কের স্টারলিংক

0
12
শ্রীলঙ্কায় ইন্টারনেট সেবা শুরু করল ইলন মাস্কের স্টারলিংক
শ্রীলঙ্কায় ইন্টারনেট সেবা শুরু করল ইলন মাস্কের স্টারলিংক

মার্কিন ধনকুবের ইলন মাস্কের স্যাটেলাইট ইন্টারনেট সেবা স্টারলিংক এবার শ্রীলঙ্কায় তাদের কার্যক্রম শুরু করেছে। বুধবার ইলন মাস্ক নিজেই মাইক্রো ব্লগিং সাইট এক্স-এ (সাবেক টুইটার) এক পোস্টে এই তথ্য জানিয়েছেন।

মাস্ক তার পোস্টে লিখেছেন, “স্টারলিংক এখন শ্রীলঙ্কায়।” এর মাধ্যমে শ্রীলঙ্কার ইন্টারনেট ব্যবহারকারীরা উচ্চগতির স্যাটেলাইট ইন্টারনেট সেবার আওতায় আসবেন, যা প্রত্যন্ত অঞ্চলেও ইন্টারনেট অ্যাক্সেস সহজ করবে বলে আশা করা হচ্ছে।

গত মাসে বাংলাদেশে স্যাটেলাইটভিত্তিক এ ইন্টারনেট সেবা শুরু হয়। এছাড়া পাকিস্তানে গত মার্চে স্টারলিংকের যাত্রা শুরুর অনুমোদন দেওয়া হয়।

অপরদিকে চলতি বছরের শুরুতে ভারতীয় টেলিকম জায়ান্ট ভারতী এয়ারটেল এবং রিলায়েন্স জিও স্টারলিংকের সঙ্গে চুক্তি করে। তাদের মাধ্যমে ভারতের প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে দেওয়া হবে এই ইন্টারনেট সেবা।

স্টারলিংক মার্কিন ধনকুবের ইলন মাস্কের স্পেসএক্সের একটি শাখা। তারা দ্রুত সময়ে বিশ্বব্যাপী নিজেদের সম্প্রসারণ করেছে। এ পর্যন্ত বিশ্বের ১২৫টি দেশে স্টারলিংকের ইন্টারনেট সেবা চালু হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here