আপনি যে স্মার্টফোনটি ব্যবহার করছেন, সেটি বৈধ কি না—এ বিষয়টি অনেকেই গুরুত্ব দিয়ে ভাবেন না। এমনকি অনেক ব্যবহারকারী এতদিন জানতেনই না যে, তাদের ব্যবহৃত ফোনটি নিবন্ধিত কি না। তবে এখন এই বিষয়টি সবার জন্যই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) নেওয়া নতুন উদ্যোগের ফলে অবৈধ বা নিবন্ধনবিহীন মোবাইল ফোন ব্যবহারকারীরা সমস্যায় পড়তে পারেন। সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১ জানুয়ারি থেকে আনঅফিশিয়াল বা নিবন্ধন ছাড়া মোবাইল ফোনের নেটওয়ার্ক সংযোগ বন্ধ করে দেওয়া হবে। তাই এর আগেই নিজের ফোনটি নিবন্ধিত কি না, তা যাচাই করে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।
যেভাবে যাচাই করবেন ফোন বৈধ কি না
ফোনটি নিবন্ধিত কি না তা জানার জন্য নিচের ধাপগুলো অনুসরণ করতে হবে—
ধাপ ১: মোবাইল ফোন থেকে *১৬১৬১# নম্বরে ডায়াল করুন
ধাপ ২: অটোমেটিক অপশন এলে হ্যান্ডসেটের ১৫ ডিজিটের আইএমইআই (IMEI) নম্বর লিখে পাঠান
ধাপ ৩: ফিরতি এসএমএসে ফোনটির বর্তমান নিবন্ধন অবস্থার তথ্য জানানো হবে
ফোন নিবন্ধিত না থাকলে কী করবেন
যদি যাচাইয়ের পর দেখা যায় ফোনটি নিবন্ধিত নয়, তাহলে অনলাইনে সহজেই রেজিস্ট্রেশন করা যাবে।
ধাপ ১: ফোনের আইএমইআই নম্বর বের করতে ডায়াল করুন *#০৬#
ধাপ ২: এনইআইআর (NEIR) পোর্টালে প্রবেশ করুন
ধাপ ৩: ‘আইএমইআই রেজিস্ট্রেশন’ বা ‘ডিভাইস রেজিস্ট্রেশন’ অপশন নির্বাচন করুন
ধাপ ৪: প্রয়োজনীয় তথ্য দিন—আইএমইআই নম্বর, জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নম্বর, মোবাইল নম্বর, ডিভাইস কেনার তথ্য (যদি থাকে)
ধাপ ৫: প্রযোজ্য হলে নির্ধারিত ফি পরিশোধ করে আবেদন সাবমিট করুন
যাচাই শেষে ফোনটি বৈধ হিসেবে স্বীকৃত হলে নেটওয়ার্ক সংযোগ স্বাভাবিকভাবে চালু থাকবে।




