শরীরে ভিটামিন ডি-এর ঘাটতি হলে বাড়তে পারে যেসব গুরুতর সমস্যা

0
11

শরীর সুস্থ রাখতে সব ধরনের ভিটামিনের উপস্থিতি জরুরি। বিশেষত ভিটামিন ডি হাড় মজবুত রাখার পাশাপাশি শরীরের সামগ্রিক সুস্থতার জন্য অত্যন্ত প্রয়োজনীয়। বিশেষজ্ঞদের মতে, এই ভিটামিনের অভাব শুধু হাড়কেই দুর্বল করে না, বরং বিভিন্ন গুরুতর স্বাস্থ্য সমস্যার কারণ হতে পারে।

ভিটামিন ডি-এর অভাবের লক্ষণ ও ঝুঁকি

ক্ষত নিরাময়ে বিলম্ব: ভিটামিন ডি শরীরে ক্ষত দ্রুত সারাতে সাহায্য করে। এর অভাবে ক্ষত নিরাময়ে সময় বেশি লাগে। দীর্ঘদিন ক্ষত না শুকানো ভিটামিন ডি-এর ঘাটতির ইঙ্গিত হতে পারে।

মানসিক স্বাস্থ্যে প্রভাব: গবেষণা বলছে, ভিটামিন ডি কম থাকলে বিষণ্ণতা বা ডিপ্রেশনের ঝুঁকি বাড়ে। তবে এ বিষয়ে আরও গবেষণার প্রয়োজন রয়েছে।

অপ্রচুর এনার্জি ও ক্লান্তি: ভিটামিন ডি-এর ঘাটতি হলে শরীরে শক্তি কম থাকে। কম পরিশ্রম করেও ক্লান্ত বোধ করা সাধারণ।

হাড় ও পিঠের সমস্যা: তরুণ ও বয়স্ক উভয়ই ভিটামিন ডি-এর অভাবে ব্যাক পেইন, হাড়ে ব্যথা বা হাড় ক্ষয় সমস্যায় ভোগেন। ভিটামিন ডি ক্যালশিয়াম শোষণে সহায়তা করে, যা হাড়ের স্বাস্থ্য রক্ষায় অপরিহার্য।

চুল ঝরার সমস্যা: ভিটামিন ডি চুলের স্বাস্থ্যেও গুরুত্বপূর্ণ। ঘাটতির কারণে অতিরিক্ত চুল ঝরা দেখা দিতে পারে।

বিশেষজ্ঞরা মনে করান, শরীরে ভিটামিন ডি-এর পর্যাপ্ত মাত্রা বজায় রাখতে নিয়মিত সূর্যালোক গ্রহণ, সমন্বিত খাদ্যাভ্যাস ও প্রয়োজনীয় ক্ষেত্রে সাপ্লিমেন্ট গ্রহণ জরুরি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here