সাহিত্য পাতাকবিতা/এলো রে বৈশাখBy জন্মভূমি ডেস্ক - এপ্রিল ১১, ২০২৩0305FacebookTwitterPinterestWhatsApp এলো রে বৈশাখ-বিচিত্র কুমার এলো রে বৈশাখ –বাজে ঢোল বাজে ঢাকনতুনত্বের দিয়ে ডাক, মন নাচে প্রাণ নাচেএলো ফিরে পহেলা বৈশাখ। এলো রে বৈশাখ –শুভ দিন কাটে উল্লাসে খুকুর পায়ে নূপুর বাজে, শাড়ি পড়ে কানে দুলনিত্য নতুন কত্ত সাজে।