এক লাখ রোহিঙ্গার সাথে ইফতার করলেন প্রধান উপদেষ্টা ও জাতিসঙ্ঘ মহাসচিব

0
12

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এবং জাতিসঙ্ঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস প্রায় এক লাখ রোহিঙ্গা শরণার্থীর সাথে ইফতার করেছেন।

শুক্রবার (১৪ মার্চ) উখিয়ায় শরণার্থী শিবিরে প্রধান উপদেষ্টার উদ্যোগে এ ইফতার পার্টির আয়োজন করা হয়।

এর আগে, জাতিসঙ্ঘ মহাসচিব কক্সবাজার বিমানবন্দরে পৌঁছেই সরাসরি উখিয়া রোহিঙ্গা শরণার্থী শিবিরে চলে যান। সেখানে তিনি রোহিঙ্গা লার্নিং সেন্টার, রোহিঙ্গাদের সাংস্কৃতিক কেন্দ্র ও পাটজাত পণ্যের উৎপাদন কেন্দ্র পরিদর্শন করেন।

ইফতার শেষে প্রধান উপদেষ্টা ও জাতিসঙ্ঘ মহাসচিব একসাথে ঢাকায় ফিরবেন।

সূত্র : বাসস

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here