“দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি: প্রাণিসম্পদে হবে উন্নতি” প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটের কালাই উপজেলায় বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
প্রাণিসম্পদ খাতের উন্নয়নে বিভিন্ন উদ্ভাবনী প্রযুক্তি, আধুনিক সেবা এবং খামারিদের সফলতা তুলে ধরতেই এ প্রদর্শনীর আয়োজন করা হয়। মেলায় আকর্ষণ হিসেবে রয়েছে ব্রাহামা জাতের গরু ও দুম্বা।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মনিরুজ্জামান সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামিমা আক্তার জাহান। এসময় উপস্থিত ছিলেন কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. নাহিদা নাজনীন ডেইজি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহমুদুল হাসান, কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন।
মেলায় অংশগ্রহণকারী উপজেলার মাদাই গ্রামের সৌখিন খামারি আবু তালেব বলেন, আমি মেলায় একটি ছাগল নিয়ে আসছি। ছাগলের ওজন ১১০ কেজি।
আরেক খামারি উপজেলার মহেশপুর গ্রামের দুলালি বেগম বলেন, আমি তিনটি দুম্বা লালন-পালন করছি। তারমধ্যে একটি দুম্বা মেলায় নিয়ে আসছি।
জানা যায়, জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী মেলায় গরু, ছাগল, হাঁস, মুরগী, মহিষ, সৌখিন খামারি ও আধুনিক প্রযুক্তি এই ৭টি ক্যাটাগরীতে ৩০টি স্টল রয়েছে।




