ঢাকায় জাতিসংঘ মানবাধিকার অফিস স্থাপন নিয়ে যা জানা গেল

0
10
ঢাকায় জাতিসংঘ মানবাধিকার অফিস স্থাপন নিয়ে যা জানা গেল
ঢাকায় জাতিসংঘ মানবাধিকার অফিস স্থাপন নিয়ে যা জানা গেল

অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন জানিয়েছেন, তিন বছরের জন্য জাতিসংঘ মানবাধিকার অফিস স্থাপনের বিষয়টি নিয়ে আলোচনা চলছে। তিনি আরও বলেন, এ বিষয়ে দুইপক্ষ একমত হলে চূড়ান্ত চুক্তি করা হবে। তবে পরবর্তী সরকার চাইলে এটির মেয়াদ বাড়াতে পারবে।

বৃহস্পতিবার (৩ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

কোন শর্তে ঢাকায় ওএইচসিএইচআর অফিস দেওয়া হচ্ছে-এমন প্রশ্ন করা হলে তিনি বলেন, এখনো এটা খসড়া পর্যায়ে আছে। খসড়া আদান-প্রদান শেষ হওয়ার পরে যখন একটা সম্পূর্ণ এগ্রিড ড্রাফটে আসবে যেটাতে একটি শব্দও পরিবর্তন করতে হবে না, তখন আমরা সই করব। তখন আপনাদের বিস্তারিত বলতে পারব। তার আগে খসড়া পর্যায়ে আমাদের এটা নিয়ে আলাপ না করাই ভালো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here