বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে ঢাকা-১৭ সংসদীয় আসনে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। আজ সোমবার রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং অফিসারের কার্যালয়ে এই মনোনয়নপত্র জমা দেওয়া হয়। বিএনপির প্রধান নির্বাচন সমন্বয়ক ও চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আব্দুস সালাম এবং সহকারী নির্বাচন সমন্বয়ক অধ্যাপক ফরহাদ হালিম ডোনার তাঁর পক্ষে মনোনয়নপত্র জমা দেন।
মনোনয়ন জমা শেষে আব্দুস সালাম বলেন, জনগণ যেভাবে তারেক রহমানকে স্বাগত জানিয়েছে, ভোটের দিনও সেভাবেই তাঁকে বিপুল ভোটে বিজয়ী করবে। তিনি বলেন, প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান দেশের চলমান সংকট মোকাবিলায় কার্যকর ভূমিকা রাখবেন বলে জনগণের প্রত্যাশা রয়েছে।
তিনি আরও জানান, ঢাকা-১৭ আসনের ভোটার হওয়ায় তারেক রহমান এই আসন থেকেই প্রার্থী হয়েছেন। দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের অনুরোধেই তিনি এখান থেকে নির্বাচনে অংশ নিচ্ছেন বলে জানান আব্দুস সালাম।
একই দিনে বগুড়া-৬ সংসদীয় আসন থেকেও তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র জমা দেওয়ার কর্মসূচি রয়েছে। এ উপলক্ষে দুপুরে বগুড়া জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের কার্যালয়ে যাবেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশাসহ স্থানীয় নেতারা।
এর আগে গত রোববার সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ঢাকা-১৭ ও বগুড়া-৬ আসনের দলীয় সমন্বয়কদের উপস্থিতিতে তারেক রহমান নিজে মনোনয়নপত্রে সই করেন। এর মাধ্যমে এই দুটি আসনে তাঁর প্রার্থিতা চূড়ান্ত করা হয়।




