দেশের নিরাপত্তার স্বার্থে ন্যূনতম ছাড় দেওয়া হবে না: প্রেস সচিব

0
13
দেশের নিরাপত্তার স্বার্থে ন্যূনতম ছাড় দেওয়া হবে না: প্রেস সচিব
দেশের নিরাপত্তার স্বার্থে ন্যূনতম ছাড় দেওয়া হবে না: প্রেস সচিব
দেশের সার্বিক নিরাপত্তার স্বার্থে কাউকে ন্যূনতম ছাড় দেওয়া হবে না বলে সতর্ক করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
রোববার (৭ সেপ্টেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এমন মন্তব্য করেন।
তিনি বলেন, ‘পতিত ফ্যাসিবাদী শক্তি যখনই দেখছে দেশ নির্বাচনের দিকে এগোচ্ছে এবং জুলাই হত্যাযজ্ঞে জড়িতদের বিচার প্রক্রিয়া দ্রুত এগুচ্ছে, তখনই তারা বেপরোয়া হয়ে পড়ছে। তারা দেশের শান্তি-শৃঙ্খলা নষ্ট করতে মাঠে নেমেছে। এটা কেবল আইনশৃঙ্খলার ইস্যু নয়, বরং জাতীয় নিরাপত্তার প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। দেশের সার্বিক নিরাপত্তার স্বার্থে কাউকে ন্যূনতম ছাড় দেওয়া হবে না। সরকার মনে করে দেশের স্বার্থে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য থাকা প্রয়োজন।’
এর আগে রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে একটি সভা অনুষ্ঠিত হয়। সেখানে সার্বিক পরিস্থিতি পর্যালোচনা এবং বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান প্রেস সচিব। সভায় স্বরাষ্ট্র, পরিকল্পনা, বিদ্যুৎ, আইন, নৌপরিবহন, অর্থ, শিল্প, স্থানীয় সরকার ও নিরাপত্তা উপদেষ্টাসহ ১০ জন উপদেষ্টা উপস্থিত ছিলেন।
শফিকুল আলম বলেন, সভায় ঝটিকা মিছিলসহ বেআইনি সমাবেশ মোকাবিলায় আরও কঠোর হওয়ার সিদ্ধান্ত হয়েছে। পাশাপাশি জুলাই আন্দোলনকে সামনে রেখে রাজনৈতিক ঐক্য ধরে রাখার বিষয়েও জোর দেওয়া হয়েছে।’
তিনি আরও বলেন, ‘নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হবে। পৃথিবীর কোনো শক্তি নেই, যে এটি পেছাতে পারবে।’
সম্প্রতি রাজবাড়ীর ঘটনায় নেওয়া পদক্ষেপ নিয়ে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেন, ‘এ পর্যন্ত সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে অন্তত দুইজন স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। ভিডিও ফুটেজ পর্যালোচনা চলছে। পুলিশ জানিয়েছে, যারাই জড়িত থাকুক না কেন, সবার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here