দেশের শীর্ষ সাংবাদিকদের সঙ্গে তারেক রহমানের শুভেচ্ছা বিনিময়

0
23

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান শনিবার রাজধানীর বনানীর হোটেল শেরাটনের গ্র্যান্ড বলরুমে দেশের শীর্ষ সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন। সকাল সওয়া ১১টায় শুরু হওয়া অনুষ্ঠানে অংশ নেন বিভিন্ন জাতীয় দৈনিকের সম্পাদক, ইলেকট্রনিক মিডিয়ার প্রধান নির্বাহী, বার্তা সংস্থার শীর্ষ কর্মকর্তাসহ জ্যেষ্ঠ সাংবাদিকরা।
এ সময় তারেক রহমানের সঙ্গে ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফখরুল ইসলাম বলেন, “দীর্ঘ সময় নানা রাজনৈতিক পরিস্থিতির কারণে দেশের গণমাধ্যম সম্পাদক ও সাংবাদিকদের সঙ্গে দলের প্রধানের সরাসরি দেখা বা শুভেচ্ছা বিনিময় সম্ভব হয়নি। সেই শূন্যতা পূরণ করতেই এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।”
সাংবাদিকদের সঙ্গে সৌজন্য বিনিময় করতে গিয়ে তারেক রহমান সবার সঙ্গে হাত মেলান, শুভেচ্ছা জানান এবং দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন। ফখরুল আরও বলেন, “এ অনুষ্ঠান দলের পক্ষ থেকে এক মহাপ্রয়াস, যাতে গণমাধ্যমের সঙ্গে দলের সম্পর্ক আরও দৃঢ় হয়।”
যুক্তরাজ্যে প্রায় দেড় দশক নির্বাসিত থাকার পর ২৫ ডিসেম্বর দেশে ফিরে আসেন তারেক রহমান। দেশে ফেরার মাত্র পাঁচ দিন পর ৩০ ডিসেম্বর প্রয়াত হন তার মা ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। এরপর ৯ জানুয়ারি বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে আনুষ্ঠানিকভাবে তাকে দলের চেয়ারম্যান ঘোষণা করা হয়।
চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণের পরদিনই দেশের গণমাধ্যমের শীর্ষ ব্যক্তিত্বদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে তারেক রহমান একবারে দলের রাজনৈতিক জীবনে নতুন সূচনা করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here