নির্বাচনে পর্যবেক্ষক হতে এইচএসসি পাস ও ২১ বছর বয়স বাধ্যতামূল

0
23
নির্বাচনে পর্যবেক্ষক হতে এইচএসসি পাস ও ২১ বছর বয়স বাধ্যতামূল
নির্বাচনে পর্যবেক্ষক হতে এইচএসসি পাস ও ২১ বছর বয়স বাধ্যতামূল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশি পর্যবেক্ষকের জন্য নির্বাচন পর্যবেক্ষণ নীতিমালা ২০২৫ জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। নীতিমালায় ভোটের দিনসহ আগে-পরে মোট তিনদিন পর্যবেক্ষক সংস্থা মোতায়েনের বিধান রাখা হয়েছে। নীতিমালায় পর্যবেক্ষক হতে এইচএসসি পাস বা সমমানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করা হয়েছে। একইসঙ্গে পর্যবেক্ষকদের সর্বনিম্ন বয়স ২১ বছর করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ জুলাই) ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) ও তথ্য প্রদানকারী কর্মকর্তা মো. শরিফুল আলম এ তথ্য জানান।

এতে ২০২৩ সালের নীতিমালা বাতিল ও তৎকালীন ৯৬টি পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন বাতিল করে এবার নতুন করে নীতিমালা জারি করা হয়েছে।

পর্যবেক্ষকের যোগ্যতা : নীতিমালায় পর্যবেক্ষকের যোগ্যতা সম্পর্কে বলা হয়েছে, পর্যবেক্ষক হিসাবে নিয়োগ লাভের জন্য বাংলাদেশের নাগরিক হতে হবে। বয়স ২১ বছর বা তদূর্ধ্ব হতে হবে। ন্যূনতম উচ্চমাধ্যমিক (এইচএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। নিবন্ধিত বা অনুমোদিত পর্যবেক্ষক সংস্থা কর্তৃক মনোনীত হতে হবে। কোনো রাজনৈতিক দল বা দলের অঙ্গসংগঠন বা নির্বাচনে প্রতিদ্বন্দ্বী কোনো প্রার্থীর সঙ্গে ব্যক্তিগত স্বার্থ সংশ্লিষ্টতা থাকতে পারবে না। কোনো রাজনৈতিক দল বা এর কোনো অঙ্গসংগঠনের সঙ্গে কোনোভাবে যুক্ত নির্বাচন পর্যবেক্ষক হতে পারবেন না।

পর্যবেক্ষক মোতায়েন: পর্যবেক্ষক মোতায়েনের বিষয়ে নীতিমালায় বলা হয়েছে, শুধুমাত্র অনুমোদিত পর্যবেক্ষক সংস্থার পর্যবেক্ষকগণই নির্বাচন প্রক্রিয়া পর্যবেক্ষণ করতে পারবেন। ইসির নিবন্ধিত পর্যবেক্ষক সংস্থা তিন দিনের জন্য (নির্বাচনের আগের দিন, নির্বাচনের দিন ও নির্বাচনের পরের দিন) পর্যবেক্ষক মোতায়েন করতে পারবে।

সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার বাসিন্দা বা ভোটার নয় এমন লোককে পর্যবেক্ষক হিসেবে মোতায়েন করতে হবে।

নিবন্ধনের মেয়াদ: নীতিমালায় বলা হয়েছে, প্রতিটি সংস্থার নিবন্ধনের মেয়াদ অনুমোদনের তারিখ থেকে ৫ বছরের জন্য বহাল থাকবে। তবে কমিশন কোনো কারণে মনে করলে এর আগেই নিবন্ধন বাতিল করতে পারবে। নির্বাচন পর্যবেক্ষণের জন্য বাংলাদেশে কর্মরত আন্তর্জাতিক সংস্থা বা কূটনৈতিক মিশনকে নির্বাচন কমিশনে নিবন্ধিত হওয়ার বিধান রাখা হয়নি। আন্তর্জাতিক সংস্থা বা কূটনৈতিক মিশনের স্থানীয় কর্মকর্তাগণ স্থানীয় পর্যবেক্ষক হিসেবে গণ্য হবেন। বিদেশিদের বিদেশি পর্যবেক্ষক নীতিমালায় এবং স্থানীয় পর্যবেক্ষকদের স্থানীয় নীতমালা অনুযায়ী আবেদন করতে হবে।

এ বিষয়ে ইসির সহকারী জনসংযোগ পরিচালক মো. আশাদুল হক জানান, এবার পর্যবেক্ষণ নীতিমালায় বেশ কিছু সংযোজন আনা হয়েছে। বর্তমান কমিশন পর্যবেক্ষক হতে শিক্ষাগত যোগ্যতা বাড়ানো এবং পর্যবেক্ষকদের ন্যূনতম বয়স কমানো হয়েছে। আগে পর্যবেক্ষকদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা ছিল এসএসসি বা সমমান এবং পর্যবেক্ষকদের বয়স ছিল ন্যূনতম ২৫ বছর।

তিনি জানান, সর্বশেষ দ্বাদশ সংসদ নির্বাচনের সময় নিবন্ধন পাওয়া পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন বাতিল এবং নির্বাচন পর্যবেক্ষণ নীতিমালা ২০২৩ রহিত করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here