পাবলিক পরীক্ষা নয়, অষ্টম শ্রেণিতে ফিরছে বৃত্তি পরীক্ষা পদ্ধতি

0
24
পাবলিক পরীক্ষা নয়, অষ্টম শ্রেণিতে ফিরছে বৃত্তি পরীক্ষা পদ্ধতি
পাবলিক পরীক্ষা নয়, অষ্টম শ্রেণিতে ফিরছে বৃত্তি পরীক্ষা পদ্ধতি

দীর্ঘ ১৫ বছর পর আবারও অষ্টম শ্রেণিতে ফিরছে বৃত্তি পরীক্ষা পদ্ধতি। পাবলিক পরীক্ষার আদলে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা এবারও অনুষ্ঠিত হচ্ছে না। শিক্ষা মন্ত্রণালয় নীতিগতভাবে এই সিদ্ধান্ত নিয়েছে এবং এ বিষয়ে সম্প্রতি একটি সভাও করেছে।

শিক্ষা মন্ত্রণালয়ের একজন যুগ্ম সচিব নাম প্রকাশ না করার শর্তে গণমাধ্যমকে জানান, ২০ জুলাই শিক্ষা মন্ত্রণালয়ে অষ্টম শ্রেণিতে বৃত্তি পরীক্ষা পুনরায় চালুর বিষয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব বেগম বদরুন নাহার এতে সভাপতিত্ব করেন। বৈঠকে ঢাকা বোর্ড চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের প্রতিনিধিরাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই বৈঠকে জুনিয়র বৃত্তি পরীক্ষা পুনঃপ্রবর্তন নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

গত বছর ছাত্র-জনতার অভ্যুত্থানের পর জেএসসি-জেডিসি পরীক্ষা এবং বৃত্তি পরীক্ষাও অনুষ্ঠিত হয়নি। এবার দীর্ঘ সময় পর অষ্টম শ্রেণিতে আবার ছাত্র-ছাত্রীদের জুনিয়র বৃত্তি পরীক্ষা চালু হচ্ছে।

মন্ত্রণালয় সূত্রে আরও জানা যায়, আগে অষ্টম শ্রেণিতে পড়ুয়া নির্দিষ্ট শতাংশের শিক্ষার্থীকে বৃত্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া হতো। তবে বর্তমানে বৃত্তি পরীক্ষার নতুন নীতিমালা এখনো তৈরি না হওয়ায় কত শতাংশ শিক্ষার্থী এই পরীক্ষায় অংশ নিতে পারবে, তা চূড়ান্ত হয়নি।

এর আগে সরকার সবশেষ ২০০৯ সালে অষ্টম শ্রেণিতে বৃত্তি পরীক্ষা নিয়েছিল। এরপর অষ্টম শ্রেণিতে জেএসসি ও জেডিসি পরীক্ষা চালু করা হয়, যা পাবলিক পরীক্ষার আদলে অনুষ্ঠিত হত। এই পরীক্ষা পদ্ধতির কারণে শিক্ষার্থীদের কোচিংনির্ভরতা বাড়ছিল, ফলে বিভিন্ন মহল থেকে অষ্টম শ্রেণির এই পরীক্ষা বাতিলের দাবি জানানো হচ্ছিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here