ফের ঢাকা ও সিটি কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ, পুলিশের লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড

0
11
ফের ঢাকা ও সিটি কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ, পুলিশের লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড
ফের ঢাকা ও সিটি কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ, পুলিশের লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড

আবারও সংঘর্ষে জড়িয়েছেন ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীরা। তাদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। এ ঘটনায় কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২১ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর নিউমার্কেট এলাকায় এ সংঘর্ষ শুরু হয়। তবে সংঘর্ষের কারণ জানাতে পারেনি পুলিশ।

নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মাহফুজুল হক বলেন, দুই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নিউমার্কেট এলাকায় সংঘর্ষে জড়িয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন এবং সংঘর্ষের কারণ খতিয়ে দেখা হচ্ছে।

অপ্রীতিকর ঘটনা এড়াতে শিক্ষার্থীদের ক্যাম্পাসে ফিরে যাওয়ার অনুরোধ করেছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

এর আগে, চলতি বছরের ১৯ জানুয়ারি, ৯ ফেব্রুয়ারি ও ১৮ মার্চ ঢাকা কলেজ, সিটি কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষে জড়ান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here