বাউফল উপজেলায় বিএনপির আহ্বায়ককে শোকজ

0
20

দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলীয় প্রার্থীর বিপক্ষে  অবস্থান নেয়ার  অভিযোগে পটুয়াখালীর বাউফল উপজেলা বিএনপির আহ্ববায়ক আব্দুল জব্বার মৃধাকে শোকজ করেছে।

বুধবার  রাতে  পটুয়াখালী জলা বিএনপি তাকে এ কারণ দর্শনোর নোটিশ করে। তবে  বৃহস্পতিবার রাতে এ নোটিশের কপি গণমাধ্যমকর্মীদের কাছে পৌঁছানো হয়।

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) পটুয়াখালী জেলা শাখার সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি ও সাধারণ সম্পাদকের মজিবুর রহমান টোটন  যৌথ স্বাক্ষরিত এক চিঠিতে তাকে শোকজ করা হয় এবং আগামী ৪৮ ঘণ্টার মধ্যে অভিযোগের বিষয় লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

শোকজের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মজিবুর রহমান টোটন। তবে এ বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

চিঠিতে উল্লেখ করা হয়, পটুয়াখালী-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থীর বিপক্ষে আব্দুল জব্বার মৃধার নেতৃত্বে একাধিক সভা-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে এবং এসব সভায় প্রার্থীর বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিতভাবে মিথ্যা বানোয়াট বিভ্রান্তিকর বক্তব্য দেন আব্দুল জব্বার মৃধা।

এছাড়াও প্রকাশ্যে দলীয় অবস্থানের বিরুদ্ধে গিয়ে প্রার্থীর বিরুদ্ধে কাফনের কাপড় জড়িয়ে মিছিলের নেতৃত্ব দেন তিনি। তার বক্তব্য ও কর্মকাণ্ড দলীয় শৃঙ্খলা ভঙ্গের শামিল  এবং এতে সংগঠনের আদর্শ ক্ষুণ্ন হয়েছে।

জেলা বিএনপি সূত্র জানায়, অভিযুক্ত নেতার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলীয় সিদ্ধান্ত অমান্যের বিষয়ে স্থানীয় বিএনপির নেতাদের থেকে একাধিক লিখিত অভিযোগ পাওয়া গেছে।

এসব অভিযোগের প্রেক্ষিতেই কেন তার বিরুদ্ধে  কেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না—তা জানতে  চেয়ে ওই কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।

নোটিশে আরও বলা হয়, নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব ও লিখিত ব্যাখ্যা দিতে না পারলে, দলীয় গঠনতন্ত্র অনুযায়ী তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিষয়ে জানতে আব্দুল জব্বার মৃধাকে তার মোবাইলফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও  পাওয়া যায়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here