ভোটাধিকার প্রতিষ্ঠায় ১৫ বছর ধরে কাজ করছে ইসি: সিইসি

0
30
ভোটাধিকার প্রতিষ্ঠায় ১৫ বছর ধরে কাজ করছে ইসি: সিইসি
ভোটাধিকার প্রতিষ্ঠায় ১৫ বছর ধরে কাজ করছে ইসি: সিইসি

ভোটাধিকার প্রতিষ্ঠায় নির্বাচন কমিশন (ইসি) গত ১৫ বছর ধরে কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেছেন, “এখন সময় দায়িত্ব পালনের। ভোট দিন, নাগরিক দায়িত্ব পালন করুন।”

মঙ্গলবার (৮ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে রিপোর্টার্স ফোরাম ফর ডেমোক্রেসি (আরএফডি) আয়োজিত ফল উৎসব ও সাংবাদিক এক্সেস কার্ড প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সিইসি বলেন, নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে কেন্দ্র থেকে বের হতে পারলেই একজন ভোটারের ভোটাধিকার নিশ্চিত হয়। তিনি ‘রাতের ভোট’ প্রসঙ্গে অভিযোগ শুনলে লজ্জা পান এবং জানান, নির্বাচন নিয়ে যে আস্থার সংকট তৈরি হয়েছে, সেটি দূর করতে হবে সবাই মিলে। ইসি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে বদ্ধপরিকর এবং এ জন্য নির্বাচন-সংক্রান্ত যাবতীয় প্রস্তুতি ইতিমধ্যে শুরু হয়েছে। তিনি জানান, ভোটের দুই মাস আগেই নির্বাচনের বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হবে।

সিইসি আরও বলেন, “আমরা যা করছি, তা আপনাদের (সাংবাদিকদের) মাধ্যমে আন্তর্জাতিকভাবে ছড়িয়ে পড়ছে। আজ কানাডার হাইকমিশনারের সঙ্গে আলাপে দেখেছি, তিনি আমাদের ভোটার রেজিস্ট্রেশন, ইউএনডিপি’র সহযোগিতা, ক্যামেরা, ল্যাপটপ সব বিষয়ে অবগত।” এজন্য তিনি সাংবাদিকদের আন্তরিক ধন্যবাদ জানান।

তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, “আমরা বারবার প্রমাণ করেছি- ১৯৯১, ১৯৯৬, ২০০১ সালে সুষ্ঠু নির্বাচন সম্ভব হয়েছে। এবারও পারব ইনশাআল্লাহ।” প্রশাসন, পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীকে তিনি বলেন, “এটাই ভাবমূর্তি পুনঃপ্রতিষ্ঠার সময়।”

সাংবাদিকদের প্রতি অনুরোধ জানিয়ে সিইসি বলেন, “অনেক সময় পজিটিভ রিপোর্ট থাকলেও হেডলাইন বা স্ক্রলে নেতিবাচক বার্তা থাকে। এতে মানুষ বিভ্রান্ত হয়। দয়া করে এমন ক্যাপশন দিন, যাতে পজিটিভ বার্তাটি স্পষ্ট হয়।” তিনি জানান, সাংবাদিকদের অংশগ্রহণে ইসি সচেতনতামূলক ক্যাম্পেইন চালাবে এবং তাদের পার্টনার করে কাজ করতে চায়। সাংবাদিকদের দাবি বিবেচনায় নিয়েই ‘ওয়্যারনেস রেইজিং ক্যাম্পেইন’ চালু করা হবে।

ভোটের তারিখ প্রসঙ্গে সিইসি বলেন, “ভোটের নির্দিষ্ট তারিখ এখনো নির্ধারিত হয়নি। তবে কমপক্ষে দুই মাস আগেই সবকিছু জানিয়ে দেয়া হবে। কোন দিন ভোট, মনোনয়ন এবং অন্যান্য বিষয়।” তিনি আরও বলেন, “২০১৮ সালের মতো যেন কোনো অভিযোগ না ওঠে। এবার আমাদের সবার দায়িত্ব জনগণের আস্থা ফিরিয়ে আনা।”

অনুষ্ঠানে অন্য চার নির্বাচন কমিশনারও উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন আরএফডি’র সভাপতি কাজী এমাদ উদ্দীন (জেবেল) এবং সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here