মালয়েশিয়ায় আটক সবাই জঙ্গিবাদে সম্পৃক্ত নয়, কয়েকজন হতে পারে: পররাষ্ট্র উপদেষ্টা

0
29
মালয়েশিয়ায় আটক সবাই জঙ্গিবাদে সম্পৃক্ত নয়, কয়েকজন হতে পারে: পররাষ্ট্র উপদেষ্টা
মালয়েশিয়ায় আটক সবাই জঙ্গিবাদে সম্পৃক্ত নয়, কয়েকজন হতে পারে: পররাষ্ট্র উপদেষ্টা

মালয়েশিয়াতে আটক ৩৬ বাংলাদেশিই জঙ্গিবাদের সঙ্গে সম্পৃক্ত নয়, এদের মধ্যে কিছু সংখ্যক অভিযুক্ত হতে পারে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

বুধবার আসিয়ান আঞ্চলিক ফোরাম (এআরএফ)-এর পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দিতে দুই দিনের সফরে মালয়েশিয়া যাচ্ছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। বৈঠকের ফাঁকে সুযোগ পেলে জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে মালয়েশিয়ায় আটক বাংলাদেশিদের প্রসঙ্গে দেশটির কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা হতে পারে বলে জানিয়েছেন উপদেষ্টা।

উগ্র জঙ্গি আন্দোলনের সঙ্গে সরাসরি জড়িত থাকার অভিযোগে সম্প্রতি মালয়েশিয়ায় ৩৬ বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে পুলিশ। স্থানীয় সংবাদমাধ্যম মালয়মেইলের প্রতিবেদনে বলা হয়, গ্রেপ্তার ৩৬ জনের মধ্যে পাঁচজনের বিরুদ্ধে সন্ত্রাসবাদের সঙ্গে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে।

এই পাঁচজনের বিরুদ্ধে শাহ আলম ও জোহর বারুতে সেশন কোর্টে অভিযোগ গঠন করা হয়েছে। বাকি ৩১ জনের মধ্যে ১৫ জনকে নিজ দেশে ফেরত পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে, আর বাকি ১৬ জনের বিরুদ্ধে আরও তদন্ত চলছে—তাঁদের এই চরমপন্থী আন্দোলনের সঙ্গে জড়িত থাকার বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে।

এ বিষয়ে গত বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক নিয়মিত ব্রিফিংয়ে পররাষ্ট্র উপদেষ্টা জানান, মালয়েশিয়া জঙ্গি সম্পৃক্ততায় গ্রেপ্তার বাংলাদেশিদের বিষয়ে তথ্য চাওয়া হয়েছে। এখন ফিরতি জবাবের অপেক্ষা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here