অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস রোহিঙ্গা সংকট সমাধানে সহায়তা এবং বাংলাদেশে ব্যাপক বিনিয়োগের জন্য মালয়েশিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন। মঙ্গলবার (১২ আগস্ট) মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে কুয়ালালামপুরে দ্বিপাক্ষিক বৈঠক শেষে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান।
ড. ইউনূস বলেন, “গণঅভ্যুত্থানের পর আমাকে সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নিতে আমন্ত্রণ জানানো হয়। এই ক্রান্তিলগ্নে আমার বন্ধু আনোয়ার ইব্রাহিমের সমর্থন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান।” তিনি জানান, দেশে শৃঙ্খলা ফিরিয়ে আনা হয়েছে এবং অর্থনীতি ও প্রাতিষ্ঠানিক কার্যক্রম সচল করা হয়েছে। আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের মাধ্যমে নতুন সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের লক্ষ্য নিয়ে প্রস্তুতি চলছে।
রোহিঙ্গা সংকটকে ‘বড় সমস্যা’ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, “আমরা মালয়েশিয়ার কাছে সাহায্য চাই, বিশেষ করে আসিয়ান-এর সভাপতি হিসেবে তাদের ভূমিকা এখানে গুরুত্বপূর্ণ।”
বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, “বাংলাদেশে দক্ষ জনশক্তি ও প্রযুক্তির সম্ভাবনা রয়েছে। মালয়েশিয়ার বিনিয়োগকারীরা এখানে পণ্য উৎপাদন করে বিশ্ববাজারে রপ্তানি করতে পারে। আমরা একটি করভিত্তিক ও উচ্চ প্রবৃদ্ধির অর্থনীতি গড়ে তুলতে চাই।”
বৈঠকে দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক সহযোগিতার বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়। এর অংশ হিসেবে দুই দেশের মধ্যে প্রতিরক্ষা, জ্বালানি, উচ্চ শিক্ষা ও বাণিজ্য খাতে সহযোগিতা বাড়াতে পাঁচটি সমঝোতা স্মারক (এমওইউ) এবং তিনটি নোট বিনিময় সম্পন্ন হয়।