সিলেটের দক্ষিণ সুরমার কায়স্তরাইল এলাকা থেকে অপহৃত ৮ম শ্রেণীর এক স্কুলছাত্রীকে উদ্ধার করেছে র্যাব। এসময় অপহরনকারীকে গ্রেফতার করা হয়। উদ্ধার হওয়া স্কুলছাত্র্রী খুলনার খানজাহান আলী থানাধীন একটি স্কুলের ছাত্রী।
বুধবার (১৪ জানুয়ারি) রাতে র্যাবের একটি দল ওই এলাকায় অভিযান চালায়।
গ্রেফতারকৃত সোহাগ মিয়া (২৯) সুনামগঞ্জ জেলার ছাতক থানাধীন ছনখাইর এলাকার নূর ইসলামের ছেলে।
বুধবার (১৪ জানুয়ারি) রাতে র্যাব এসব তথ্য নিশ্চিত করে।
র্যাব জানায়, গত ১ জানুয়ারি ভিকটিম স্কুলের যাওয়ার পর সে আর বাড়ি ফিরেনি। অনেক খোঁজাখুজির পর ভিকটিমের পরিবার জানতে পারে অজ্ঞতনামা ৩/৪ জন যুবক তাকে খানজাহান আলী থানাধীন ফুলবাড়ীগেইট বাস স্ট্যান্ড থেকে জোরপূর্বক সিএনজি অটোরিকশা করে অপহরণ করে নিয়ে যায়।
এ ঘটনায় ভিকটিমের বাবা বাদী খুলনার খানজাহান আলী থানায় নারী ও শিশু নির্যাতন মামলা দায়ের করেন।




