ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে ১৩০ কোটি টাকা মূল্যের কোকেন উদ্ধার করা হয়েছে।
সোমবার (২৫ আগস্ট) দিবাগত রাতে দোহা থেকে আসা কাতার এয়ারলাইন্সের একটি ফ্লাইট থেকে এ মাদক উদ্ধার করা হয়েছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেলের উপপরিচালক সোনিয়া আক্তার স্বাক্ষরিক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে দোহা থেকে ঢাকায় আসা কাতার এয়ারলাইন্সের একটি ফ্লাইটে অভিযান চালায় কাস্টমস গোয়েন্দা বিভাগ। এ সময় বিমানটিবোর্ডিং ব্রিজে সংযুক্ত হবার সঙ্গে সঙ্গে গোপন সংবাদের তথ্যের ভিত্তিতে উক্ত ফ্লাইটের যাত্রীর পরিচয় নিশ্চিত করা হয়। পরে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেলের কর্মকর্তারা ইমিগ্রেশন সম্পন্ন করে তার ব্যাগেজসহ কাস্টমসের গ্রীন চ্যানেলে স্ক্যানিং করে যথাযথ প্রক্রিয়ায় ইনভেন্ট্রি করা হয়।
এতে বলা হয়েছে, ইনভেস্ট্রিকালে যাত্রীর এয়ারওয়েজ মেনিফেস্ট, পাসপোর্ট, বোর্ডিং পাস ও লাগেজের সঙ্গে মিলিয়ে প্লাস্টিকের ৩টি জার পাওয়া এবং জারের ভিতরে ২২ (বাইশ) পিস ডিম্বাকৃতির ফয়েল পেপার এ আবন্ধ কোকেইন পাওয়া যায়। ইনভেন্ট্রিকালে এবং প্রাথমিক পরীক্ষাণকালে বিমানবন্দর থানার দুজন এসআইসহ অন্যান্য গোয়েন্দা সংস্থার সদস্যরা উপস্থিত ছিলেন।
কাস্টমস গোয়েন্দা বিভাগ জানিয়েছে, উদ্ধার হওয়া কোকেইনের ওজন ৮ দশমিক ৬৬ কেজি। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৩০ (একশত ত্রিশ) কোটি টাকা। এ সময় পণ্যসহ যাত্রীকে আটক করা হয়েছে। এ বিষয়ে চোরাচালানের অভিযোগে ফৌজদারি ও কাস্টমস এ্যাক্ট এর আওতায় বিভাগীয় মামলা দায়েরের কার্যক্রম চলমান রয়েছে।