শাহজালালে ১৩০ কোটি টাকার কোকেন উদ্ধার

0
4
শাহজালালে ১৩০ কোটি টাকার কোকেন উদ্ধার
শাহজালালে ১৩০ কোটি টাকার কোকেন উদ্ধার

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে ১৩০ কোটি টাকা মূল্যের কোকেন উদ্ধার করা হয়েছে।

সোমবার (২৫ আগস্ট) দিবাগত রাতে দোহা থেকে আসা কাতার এয়ারলাইন্সের একটি ফ্লাইট থেকে এ মাদক উদ্ধার করা হয়েছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেলের উপপরিচালক সোনিয়া আক্তার স্বাক্ষরিক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে দোহা থেকে ঢাকায় আসা কাতার এয়ারলাইন্সের একটি ফ্লাইটে অভিযান চালায় কাস্টমস গোয়েন্দা বিভাগ। এ সময় বিমানটিবোর্ডিং ব্রিজে সংযুক্ত হবার সঙ্গে সঙ্গে গোপন সংবাদের তথ্যের ভিত্তিতে উক্ত ফ্লাইটের যাত্রীর পরিচয় নিশ্চিত করা হয়। পরে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেলের কর্মকর্তারা ইমিগ্রেশন সম্পন্ন করে তার ব্যাগেজসহ কাস্টমসের গ্রীন চ্যানেলে স্ক্যানিং করে যথাযথ প্রক্রিয়ায় ইনভেন্ট্রি করা হয়।

এতে বলা হয়েছে, ইনভেস্ট্রিকালে যাত্রীর এয়ারওয়েজ মেনিফেস্ট, পাসপোর্ট, বোর্ডিং পাস ও লাগেজের সঙ্গে মিলিয়ে প্লাস্টিকের ৩টি জার পাওয়া এবং জারের ভিতরে ২২ (বাইশ) পিস ডিম্বাকৃতির ফয়েল পেপার এ আবন্ধ কোকেইন পাওয়া যায়। ইনভেন্ট্রিকালে এবং প্রাথমিক পরীক্ষাণকালে বিমানবন্দর থানার দুজন এসআইসহ অন্যান্য গোয়েন্দা সংস্থার সদস্যরা উপস্থিত ছিলেন।

কাস্টমস গোয়েন্দা বিভাগ জানিয়েছে, উদ্ধার হওয়া কোকেইনের ওজন ৮ দশমিক ৬৬ কেজি। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৩০ (একশত ত্রিশ) কোটি টাকা। এ সময় পণ্যসহ যাত্রীকে আটক করা হয়েছে। এ বিষয়ে চোরাচালানের অভিযোগে ফৌজদারি ও কাস্টমস এ্যাক্ট এর আওতায় বিভাগীয় মামলা দায়েরের কার্যক্রম চলমান রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here