শ্যামনগরে বিদেশি অস্ত্র-মাদকসহ গ্রেপ্তার ১

0
39
শ্যামনগরে বিদেশি অস্ত্র-মাদকসহ গ্রেপ্তার ১
শ্যামনগরে বিদেশি অস্ত্র-মাদকসহ গ্রেপ্তার ১

সাতক্ষীরার শ্যামনগরে দেশি-বিদেশি অস্ত্র, মাদকদ্রব্যসহ এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে কোস্ট গার্ড। কোস্ট গার্ডের লে. কমান্ডার বিএন সিয়াম-উল-হক জানান, মঙ্গলবার ভোররাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন কৈখালীর সদস্যরা শ্যামনগরের ভেটখালী বাজারসংলগ্ন এলাকায় অভিযান চালায়। এ সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে অস্ত্র ব্যবসায়ী বনের ভেতর পালানোর চেষ্টা করলে মামুন কয়াল (৩৫) নামের এক ব্যক্তিকে একনলা বন্দুকসহ আটক করা হয়। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে সুন্দরবন ও সীমান্ত ঘেঁষা কৈখালীর বয়াসিং খালসংলগ্ন এলাকা থেকে একটি বিদেশি ৯ এমএম পিস্তল, একটি ওয়ান শুটার গান এবং আট রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়। এ সময় তার বাড়িতে অভিযান চালিয়ে ২০ বোতল ভারতীয় ফেনসিডিল জব্দ করা হয়। কোস্ট গার্ড জানায়, মামুন কয়াল দীর্ঘদিন ধরে মানব পাচার, অস্ত্র ও মাদক চোরাচালানের সঙ্গে জড়িত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here