অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে আজ সন্ধ্যা সাড়ে ৬টায় সাক্ষাৎ করবেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বৈঠকটি হবে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যুমনায়।
জামায়াতের প্রতিনিধি দলে উপস্থিত থাকবেন আমির ডা. শফিকুর রহমানের নেতৃত্বে আরও চার সদস্য। দলের অন্য সদস্যরা হলেন: নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এবং সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান।
উল্লেখ্য, প্রধান উপদেষ্টার সঙ্গে জামায়াতের শেষ বৈঠক হয়েছিল গত বছরের অক্টোবর মাসে। এই বৈঠকে রাজনৈতিক ও প্রশাসনিক বিষয়ে বিভিন্ন বিষয় আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।
আজকের এই বৈঠককে রাজনৈতিক মহল এবং সংশ্লিষ্ট পর্যবেক্ষকরা নজর রাখছেন, কারণ এটি দলের ভবিষ্যৎ কার্যক্রম এবং সরকারের সঙ্গে সমন্বয়ের দিক নির্দেশনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।




