জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ডেপুটি মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) ও ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ হায়দারের আবেদনের পরিপ্রেক্ষিতে টাঙ্গাইলের ঘাটাইল পৌরসভায় উন্নয়ন কার্যক্রমের জন্য সরকারি বিশেষ অনুদান অনুমোদন দেওয়া হয়েছে। ২০২৫–২৬ অর্থবছরের উন্নয়ন বাজেট থেকে এই অর্থ বরাদ্দ দেওয়া হয়।
জানা গেছে, ঘাটাইল উপজেলার অবকাঠামো উন্নয়ন, নাগরিক সেবা সম্প্রসারণ এবং ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানগুলোর উন্নয়নের লক্ষ্যে সাইফুল্লাহ হায়দার সংশ্লিষ্ট দপ্তরে আবেদন করেন। তার আবেদনের ভিত্তিতেই সরকার ৪০ লাখ টাকার এ বিশেষ বরাদ্দ অনুমোদন দেয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, বরাদ্দকৃত অর্থ বার্ষিক উন্নয়ন সহায়তা খাতের ‘বিশেষ বরাদ্দ’ উপখাত থেকে এককালীনভাবে প্রদান করা হয়েছে। এই অর্থ ঘাটাইল পৌরসভার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়নে ব্যয় করা হবে। অর্থ ব্যয়ের ক্ষেত্রে পাবলিক প্রকিউরমেন্ট রুলস (পিপিআর) ২০০৮ এবং উন্নয়ন সহায়তা বরাদ্দ ও ব্যবহার নির্দেশিকা–২০২৪ যথাযথভাবে অনুসরণ করার নির্দেশনা দেওয়া হয়েছে।
এ বিষয়ে এনসিপি নেতা সাইফুল্লাহ হায়দার জানান, ঘাটাইলের মানুষের দীর্ঘদিনের চাহিদা ও উন্নয়ন প্রয়োজন বিবেচনায় নিয়ে তিনি এই বরাদ্দের জন্য আবেদন করেছিলেন। সরকারের এই ইতিবাচক সাড়া প্রমাণ করে জনগণের পক্ষে আন্তরিকভাবে কথা বললে উন্নয়ন সম্ভব। ভবিষ্যতেও তিনি ঘাটাইলসহ সারাদেশের মানুষের জন্য কাজ করে যেতে চান।
উল্লেখ্য, এনসিপি নেতা সাইফুল্লাহ হায়দার দীর্ঘদিন ধরে তৃণমূল পর্যায়ে উন্নয়ন, সামাজিক উদ্যোগ এবং নাগরিক অধিকার প্রতিষ্ঠায় সক্রিয় ভূমিকা রেখে আসছেন। ঘাটাইলের উন্নয়নে এ বিশেষ বরাদ্দ তার ধারাবাহিক প্রচেষ্টারই ফল বলে মনে করছেন সংশ্লিষ্টরা।




