কক্সবাজারে ভ্রমণ বিতর্ক: এনসিপি নেতাদের শোকজ নোটিশ প্রত্যাহার

0
13
কক্সবাজারে ভ্রমণ বিতর্ক: এনসিপি নেতাদের শোকজ নোটিশ প্রত্যাহার
কক্সবাজারে ভ্রমণ বিতর্ক: এনসিপি নেতাদের শোকজ নোটিশ প্রত্যাহার

কক্সবাজারে ঘুরতে যাওয়ার অভিযোগে শোকজ করা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর পাঁচ শীর্ষ নেতার বিরুদ্ধে গৃহীত নোটিশ প্রত্যাহার করা হয়েছে।

শনিবার (১৬ আগস্ট) দলের যুগ্ম সদস্য সচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

চিঠিতে বলা হয়, গত ৬ আগস্ট এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা ও যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহর কাছে পৃথক পাঁচটি কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছিল।

পরে উল্লিখিত নেতারা দপ্তর মারফত আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেনের কাছে শোকজের জবাব জমা দেন।

জবাব পর্যালোচনায় দেখা গেছে, তাদের কোনো কর্মকাণ্ডে দলীয় শৃঙ্খলার ব্যত্যয় ঘটেনি। ফলে নির্দেশক্রমে শোকজ নোটিশগুলো প্রত্যাহার করে বিষয়টির চূড়ান্ত নিষ্পত্তি করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here