গণঅধিকার পরিষদ ও এনসিপির একীভূত হওয়ার সুযোগ নেই বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতে প্রতীক ইস্যুতে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
এ সময় নাসীরুদ্দীন পাটওয়ারী জানান, এনসিপিতে যোগ দিতে হলে সদস্য ফরম পূরণ করতে হবে। এছাড়া, নির্বাচনেও এনসিপির হয়েই দাঁড়াতে হবে।
তিনি বলেন, শাপলা পেতে কোনো আইনি বাঁধা দেখছি না। এখানে ইসি স্বৈরাচারী ও বৈষম্যমূলক আচরণ করেছে। প্রতীক প্রশ্নে কোনো ছাড় দেওয়া হবে না। ব্যাখ্যা দিয়েই কমিশনকে যেতে হবে। এ সময় দলটির চিঠির সমাধান না করে কমিশন থেকে চিঠি পাঠানোকে অসাংবিধানিক বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, বিএনপির অনেক নেতা ভারতের পক্ষে কথা বলছে। সেনাবাহিনী, বিএনপি, জাতীয় পার্টি ও আওয়ামী লীগ একপক্ষ। বিএনপিকে জনগণের কাতারে আসা উচিত।