জাপার মাধ্যমে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা চলছে: হাসনাত আবদুল্লাহ

0
18
জাপার মাধ্যমে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা চলছে: হাসনাত আবদুল্লাহ
জাপার মাধ্যমে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা চলছে: হাসনাত আবদুল্লাহ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ অভিযোগ করেছেন যে, ভারতে বসে আওয়ামী লীগ রাষ্ট্রের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র করছে এবং জাতীয় পার্টির মাধ্যমে দলটিকে পুনর্বাসনের চেষ্টা চলছে। মঙ্গলবার (১২ আগস্ট) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে জাতীয় যুবশক্তি আয়োজিত ‘জাতীয় যুব সম্মেলনে’ তিনি এই মন্তব্য করেন। তিনি আওয়ামী লীগের ‘বি-টিম’ চলে এসেছে দাবি করে তা প্রতিহত করার ঘোষণা দেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, অন্তর্বর্তী সরকার গত এক বছরে কী কাজ করেছে, তা সবার সামনে প্রকাশ করা উচিত। তিনি বিশেষ করে মিডিয়া, প্রশাসন ও সামরিক বাহিনী নিয়ে সরকারের পরিকল্পনা প্রকাশ করার দাবি জানান।

তিনি অভিযোগ করেন, মিডিয়া আবারও আগের মতো রাষ্ট্রের বিভিন্ন বাহিনীর হস্তক্ষেপে প্রভাবিত হচ্ছে। একটি দলের নেতারা নিউজ লিখে দেয়, মিডিয়া সেটা প্রকাশ করে।”

হাসনাত বলেন, “আগে বুলেট দিয়ে ব্যালট নিয়ন্ত্রণ করা হতো, এবার পারলে আসুন বুলেট নিয়ে।” এই সময় তিনি বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে মিডিয়ার প্রতি আহ্বান জানান।

প্রশাসন প্রসঙ্গে হাসনাত বলেন, গত এক বছরে প্রশাসনের চরিত্রের কোনো পরিবর্তন হয়নি। ৫ আগস্টের পর বঞ্চিত নামের একটি গোষ্ঠী প্রশাসনকে নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে। তিনি বলেন, “৫ আগস্ট না হলে এই প্রশাসনের লোকেরাই শেখ হাসিনার পক্ষে কলাম লিখতো।” তিনি ভোটের আগে প্রশাসনের সংস্কারের দাবি জানান।

এনসিপির এই নেতা ডিজিএফআইয়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে বলেন, “ডিজিএফআইয়ের অর্থ কখনো হিসাব করা হয় না। এই প্রতিষ্ঠানকে সংস্কার করুন, প্রয়োজনে ব্যান করুন। সব মিলিটারি অর্গানাইজেশনকে বাংলাদেশপন্থি হিসেবে গড়ে তুলুন।”

তিনি এনসিপি নেতা সারজিস আলমের বিরুদ্ধে গাজীপুরে মামলারও সমালোচনা করেন। হাসনাত বলেন, “সারজিসের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। এটা আমাদের জন্য একটা সিগন্যাল।” তিনি আরও বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনে হাসিনা মামলা করতো এখন একটি বিশেষ দলের নেতারা তাই করার চেষ্টা করছে।

তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সমালোচনা করে বলেন, “তাদের নেতা তারেক রহমান নিজের ছবি নিজে পোস্ট করে আত্মসমালোচনা করেন অথচ তার দলের নেতারা আমাদের অকথ্য ভাষায় গালি দেয় মামলা দেয়।” তিনি সতর্ক করেন, এসব নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে ধরে নেওয়া হবে যে এসব আদেশ কেন্দ্রীয় পর্যায় থেকে আসছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here