জুলাই সনদের আলোকে নির্বাচন আয়োজনের দাবি জামায়াতের

0
11
জুলাই সনদের আলোকে নির্বাচন আয়োজনের দাবি জামায়াতের
জুলাই সনদের আলোকে নির্বাচন আয়োজনের দাবি জামায়াতের

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে জুলাই জাতীয় সনদের আলোকে আগামী জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের দাবি জানানো হয়েছে।

মঙ্গলবার (৭ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জামায়াতের আমির ড. শফিকুর রহমান।

বৈঠকে নায়েবে আমির, সেক্রেটারি জেনারেল, সহকারী সেক্রেটারি জেনারেলসহ কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্যরা অংশ নেন।

বৈঠকে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, জনগণের প্রত্যাশা এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে উদ্ভূত প্রেক্ষাপট নিয়ে বিস্তারিত আলোচনা হয়। আলোচনায় জুলাই জাতীয় সনদকে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে চিহ্নিত করা হয়।

নেতারা বলেন, গণভোটের মাধ্যমে জুলাই সনদকে আইনি স্বীকৃতি দিয়ে তার আলোকে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়া উচিত। জনগণ একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন প্রত্যাশা করে—এ জন্য সব রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ ও স্বাধীনভাবে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানানো হয়।

বৈঠকে আরও বলা হয়, পূর্বঘোষিত পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে জামায়াতের সর্বস্তরের জনশক্তি ও দেশবাসীর প্রতি ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়েছে।

পরিশেষে, দেশ ও জাতির কল্যাণ, ন্যায় ও সত্যের প্রতিষ্ঠা এবং আগামীর বাংলাদেশকে শান্তিপূর্ণ, ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত করার লক্ষ্যে সর্বস্তরের জনগণের সহযোগিতা ও দোয়া কামনা করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here