ঢাকা-১১ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম। বুধবার (১০ তারিখ) সকাল ১১টার দিকে দলটির সদস্য সচিব আখতার হোসেন ১২৫টি আসনে প্রাথমিক মনোনয়ন পাওয়া প্রার্থীদের নাম প্রকাশ করেন, যেখানে নাহিদ ইসলামের নামও নিশ্চিত করা হয়।
আগেই রাজনৈতিক অঙ্গনে আলোচনা ছিল যে বাড্ডা, ভাটারা ও রামপুরা নিয়ে গঠিত ঢাকা-১১ আসন থেকেই ভোটে দাঁড়াবেন নাহিদ ইসলাম। শেষ পর্যন্ত দলীয়ভাবে আজ তাঁর প্রার্থিতা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হলো।
তবে এই আসনে জয় পেতে হলে তাঁকে কঠিন প্রতিযোগিতার মুখোমুখি হতে হবে। বিএনপি থেকে মনোনীত হয়েছেন এম এ কাইয়ুম, যিনি বর্তমানে দলের জাতীয় নির্বাহী কমিটির ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সূরা সদস্য অ্যাডভোকেট আতিকুর রহমানও গত কয়েক মাস ধরে এ আসনে প্রচারণা চালিয়ে আসছেন।




