top-ad
৩০শে জুলাই, ২০২৫, ১৬ই শ্রাবণ, ১৪৩২
banner
৩০শে জুলাই, ২০২৫
১৬ই শ্রাবণ, ১৪৩২
Home রাজনীতি নির্বাচন নিয়ে ‘গোসসা’ ভুলে মাঠে এসে নিজেদের পরীক্ষা দেওয়ার আহ্বান ফারুকের

নির্বাচন নিয়ে ‘গোসসা’ ভুলে মাঠে এসে নিজেদের পরীক্ষা দেওয়ার আহ্বান ফারুকের

0
27
নির্বাচন নিয়ে 'গোসসা' ভুলে মাঠে এসে নিজেদের পরীক্ষা দেওয়ার আহ্বান ফারুকের
নির্বাচন নিয়ে 'গোসসা' ভুলে মাঠে এসে নিজেদের পরীক্ষা দেওয়ার আহ্বান ফারুকের

দেশের নির্বাচন অনুষ্ঠিত হবে, তবে কিছু দল ‘গোসসা’ বা মান-অভিমান করছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক। যারা এই ‘গোসসা’ করেছেন, তারা ১৯৭১ সালে তাদের ভূমিকার কথা ভুলে গেছেন বলেও তিনি মন্তব্য করেন। মান-অভিমান ভুলে নির্বাচনী মাঠে এসে নিজেদের পরীক্ষা দেওয়ার জন্য তিনি দলগুলোর প্রতি আহ্বান জানান।

গতকাল শনিবার (২১ জুন) বিকেলে নোয়াখালীর সেনবাগ বাজারে বিএনপির উদ্যোগে আয়োজিত এক আনন্দ মিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সম্প্রতি লন্ডনে প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ফলপ্রসূ আলোচনা হওয়ায় এই আনন্দ মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়।

জয়নুল আবদিন ফারুক বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে, বিএনপি ক্ষমতা পাওয়ার জন্য নয় বরং শেখ হাসিনা যেভাবে মৃত ব্যক্তির ভোট দেওয়ার ব্যবস্থা করেছেন, কেন্দ্র দখল করেছেন এবং দিনের ভোট রাতে দিয়েছেন, এমন ভোট তিনি চান না। তাই পদ-পদবির কথা চিন্তা না করে আগামীতে যে যোগ্য প্রার্থী তার পক্ষে কাজ করারও অনুরোধ করেন তিনি।

তিনি আরও বলেন, সেনবাগে বিএনপির মেয়াদোত্তীর্ণ কমিটি ভেঙে দিয়ে নতুন কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। তবে যারা বিগত আওয়ামী লীগ সরকারের আমলে জেল-জুলুম, হামলা-মামলা মোকাবিলা করেছেন, দিনের পর দিন আদালতের বারান্দায় হাজিরা দিয়ে সময় পার করেছেন, সেই সব ত্যাগী ও বঞ্চিত নেতাকর্মীকে বাদ দিয়ে টাকার বিনিময়ে কোনো কমিটি তৈরি করে চাপিয়ে দিলে তা কোনোমতেই মেনে নেওয়া হবে না এবং নেতাকর্মীরাও তা মেনে নেবেন না।

সেনবাগ পৌর বিএনপির সাবেক আহ্বায়ক আবদুল হান্নান লিটনের সভাপতিত্বে এই সমাবেশে আরও উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মোক্তার হোসেন পাটোয়ারি, আবদুল্লাহ আল মামুন, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমিন উল্লাহসহ অনেকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here