নির্বাচন বানচাল বা বিলম্ব করার উদ্দেশ্যে পিআর পদ্ধতি দাবি : সালাহউদ্দিন

0
7
নির্বাচন বানচাল বা বিলম্ব করার উদ্দেশ্যে পিআর পদ্ধতি দাবি : সালাহউদ্দিন
নির্বাচন বানচাল বা বিলম্ব করার উদ্দেশ্যে পিআর পদ্ধতি দাবি : সালাহউদ্দিন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ মন্তব্য করেছেন যে, আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিতে নির্বাচন চাওয়ার পেছনে নির্বাচন বিলম্বিত করা বা বানচাল করার উদ্দেশ্য রয়েছে। বাংলাদেশের প্রেক্ষাপটে এই পদ্ধতি সম্ভব নয় বলেও তিনি মনে করেন। শনিবার (২৮ জুন) রাজধানীর সেগুন বাগিচায় একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

‘এনালাইসিস অ্যান্ড ইনফরমেশন নেটওয়ার্ক (ব্রেইন)’ আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দিয়ে সালাহউদ্দিন আহমেদ বলেন, বিএনপি জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিয়ে এগোচ্ছে এবং সরকার দ্রুত নির্বাচনের দিনক্ষণ জানাবে। তবে তিনি স্থানীয় নির্বাচনের জন্য বর্তমান সময়কে উপযুক্ত মনে করেন না।

দেশের চলমান সংস্কার প্রক্রিয়া প্রসঙ্গে তিনি বলেন, সংবিধান কোনো ধর্মগ্রন্থ নয় যে এটিকে পরিবর্তন করা যাবে না। সংস্কার একটি চলমান প্রক্রিয়া, যা নতুন প্রজন্মের চাহিদা অনুযায়ী ভবিষ্যতে পরিবর্তিত হবে। তিনি জাতীয় ঐকমত্য কমিশনের নিয়ত নিয়েও প্রশ্ন তোলেন, যদি তাদের প্রস্তাব সবাইকে মেনে নিতে বাধ্য করার উদ্দেশ্য থাকে, তবে প্রকৃত ঐকমত্য সম্ভব নয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here