নুরের ৪ শারীরিক সমস্যা, মস্তিষ্কের রক্তক্ষরণ কমছে : ঢামেক পরিচালক

0
19
নুরের ৪ শারীরিক সমস্যা, মস্তিষ্কের রক্তক্ষরণ কমছে : ঢামেক পরিচালক
নুরের ৪ শারীরিক সমস্যা, মস্তিষ্কের রক্তক্ষরণ কমছে : ঢামেক পরিচালক

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের শারীরিক অবস্থার ধীরে ধীরে উন্নতি হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান।

রোববার (৩১ আগস্ট) সকালে সাংবাদিকদের তিনি জানান, নুরুল হক নুরের চারটি শারীরিক সমস্যা রয়েছে। এর মধ্যে নাক ও চোয়ালের হাড় ভেঙে গেছে, চোখে আঘাত আছে এবং মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছিল। তবে মস্তিষ্কের রক্তক্ষরণ ধীরে ধীরে কমে আসছে।

ঢামেক পরিচালক বলেন, সিটিস্ক্যান রিপোর্ট ভালো এসেছে। তবে কিছুটা ট্রমা আছে। ছয় সদস্যের মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী সব ধরনের চিকিৎসা চলছে।

প্রসঙ্গত, গত শুক্রবার রাতে রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টি (জাপা) ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় আইনশৃঙ্খলা বাহিনী লাঠিচার্জ করলে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর আহত হন। গুরুতর আহত অবস্থায় নুরকে প্রথমে ইসলামী ব্যাংক হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসকদের পরামর্শে রাত ১১টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে স্থানান্তর করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here