বকেয়া ভাড়া চাওয়ায় ইউনিয়ন বিএনপির কার্যালয়ে পিটিয়ে হত্যার অভিযোগ

0
8
বকেয়া ভাড়া চাওয়ায় ইউনিয়ন বিএনপির কার্যালয়ে পিটিয়ে হত্যার অভিযোগ
বকেয়া ভাড়া চাওয়ায় ইউনিয়ন বিএনপির কার্যালয়ে পিটিয়ে হত্যার অভিযোগ

নারায়ণগঞ্জের আড়াইহাজা‌রে ঘর ভাড়া দিয়ে ইউনিয়ন বিএনপির কার্যালয় নির্মাণ করেন দলটির স্থানীয় নেতারা। গত বছরের ৫ আগস্টের পর থেকে আর ভাড়া পরিশোধ করেননি নেতারা। বারবার ভাড়া পরিশোধের তাগাদা দিলেও তা দেওয়া হয়নি। বরং বকেয়া ভাড়া চাওয়ায় ঘর মালিক জাহাঙ্গীর হো‌সেনকে ইউনিয়ন বিএনপির কার্যালয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

আজ বুধবার সকাল সা‌ড়ে ১১টার দি‌কে উপ‌জেলার মাহমুদপুর ইউনিয়‌নের সালমদী বাজা‌রে এ ঘটনা ঘ‌টে।  নিহ‌তের নাম জাহাঙ্গীর হো‌সেন (৫৮) ওই এলাকার তা‌লেব আলীর ছে‌লে। সালমদী বাজা‌রে তার ৪টি দোকান র‌য়ে‌ছে। তিনি পেশায় মুদি দোকানি ছিলেন।

নিহ‌তের ছে‌লে রা‌সেল মিয়া জানান, মাহমুদপুর ইউনিয়‌ন বিএন‌পির সা‌বেক সাধারণ সম্পাদক তোতা মিয়া প্রধান সালমদী বাজা‌রে তার বাবার কাছ থে‌কে বছ‌রে ৩০ হাজার টাকায় ৩‌টি দোকান ভাড়া নেন। এর এক‌টিতে বিএন‌পির কার্যালয় স্থাপন ক‌রেন। বা‌কি ২‌টি দোকা‌নের ভাড়া প‌রি‌শোধ কর‌লেও যে দোকান‌টি‌তে বিএন‌পির কার্যালয় ক‌রে‌ছেন সে‌টির ভাড়া প‌রি‌শোধ কর‌ছি‌লেন না। বুধবার সকাল সা‌ড়ে ১১টার দি‌কে তার বাবা জাহাঙ্গীর হো‌সেন ভাড়া চাইতে বিএন‌পি কার্যাল‌য়ে তোতা মেম্বা‌রের কা‌ছে যান। তখন উভ‌য়ের ম‌ধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে তোতা মিয়ার ছে‌লে খোকন মিয়া, রা‌সেল মিয়া, ভা‌তিজা সাদ্দাম হোসেন, আলম হোসেনসহ তার সহযোগীরা বিএনপি কার্যালয়ে পিটিয়ে আহত করে। এ সময় তার বাবা জ্ঞান হারিয়ে পড়ে যান। পরে পরিবারের লোকজন খবর পেয়ে গুরুতর আহত অবস্থায় তার বাবাকে উদ্ধার ক‌রে উপ‌জেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নি‌য়ে নেন। সেখানে কর্তব্যরত চি‌কিৎসক তা‌কে মৃত ঘোষণা ক‌রেন।

ঘটনার পর থে‌কে বিএন‌পি নেতা তোতা মেম্বার ও তার অনুসা‌রীরা আত্ম‌গোপ‌নে রয়েছেন। ফলে তোতা মিয়ার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এ বিষয়ে মাহমুদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মাসুম শিকারি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, দলের নাম ভাঙিয়ে কেউ এ ধরনের ঘটনা ঘটালে বিএনপি দায় নেবে না। অপরাধী যেই হোক তার শাস্তি হওয়া উচিত।

আড়াইহাজার উপজেলা বিএনপির সভাপতি ইউসুফ আলী ভূঁইয়া বলেন, বিএনপি কোনো অপরাধীকে আশ্রয়-প্রশ্রয় দেয় না। তার একটাই পরিচয় অপরাধী।

আড়াইহাজার থানার ওসি না‌সির উদ্দিন ব‌লেন, এ ঘটনায় জ‌ড়িত‌দের গ্রেপ্তারে পু‌লিশ অভিযান শুরু ক‌রে‌ছে। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here