বিতর্কিত বক্তব্যে তীব্র সমালোচনার মুখে আমির হামজার দুঃখ প্রকাশ

0
22

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোকে ঘিরে দেওয়া একটি পুরোনো বক্তব্য নতুন করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় তীব্র সমালোচনার মুখে পড়েছেন কুষ্টিয়া–৩ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মুফতি আমির হামজা। ব্যাপক প্রতিক্রিয়া ও সমালোচনার পর মধ্যরাতে নিজের অবস্থান ব্যাখ্যা করে প্রকাশ্যে দুঃখ প্রকাশ করেন তিনি।
শনিবার (১৭ জানুয়ারি) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক প্রতিক্রিয়ায় আমির হামজা বলেন, মরহুম আরাফাত রহমান কোকোকে নিয়ে দেওয়া বক্তব্যটি ছিল সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত। কোনো একটি বিষয় বোঝাতে গিয়ে উদাহরণ টানতে গিয়ে তিনি ভুল করেছেন এবং সে কারণেই তখনই অনুতাপ প্রকাশ করেছিলেন। একই বক্তব্যের জন্য এখন আবারও তিনি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছেন বলে জানান।
তিনি আরও উল্লেখ করেন, আলোচিত ওই মন্তব্যটি সাম্প্রতিক নয়; এটি ২০২৩ সালের একটি বক্তব্য। সে সময়ই বিষয়টি নিয়ে তিনি দুঃখ ও অনুশোচনা প্রকাশ করেছিলেন। কিন্তু সেটিকে উপেক্ষা করে এখন রাজনৈতিক উদ্দেশ্যে বক্তব্যটি নতুন করে সামনে আনা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
আমির হামজার দাবি, একটি মহল পরিকল্পিতভাবে পুরোনো সেই বক্তব্যকে নির্বাচনকালীন মন্তব্য হিসেবে প্রচার করার চেষ্টা করছে। রাজনৈতিক ফায়দা হাসিল করতে গিয়ে তারা নিজ দলের সর্বোচ্চ পর্যায়ের একজন মরহুম ব্যক্তির প্রতিও ন্যূনতম সম্মান দেখায়নি বলেও মন্তব্য করেন তিনি। এ ক্ষেত্রে প্রকৃত দায় কার, সে বিষয়ে সবাইকে সচেতনভাবে ভাবার আহ্বান জানান তিনি।
পোস্টের শেষাংশে মুফতি আমির হামজা প্রয়াত আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনা করেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করেন, যেন তিনি তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here